Jobs In SBI: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় State Bank of India (SBI) স্পেশালিস্ট ক্যাডার অফিসার Specialist Cadre Officer (SCO)পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। উপযুক্ত যোগ্যতা থাকলে অফিশিয়াল ওয়েবসাইটে আবেদন জানাতে পারেন চাকরিপ্রার্থীরা।
SBI Recruitment 2022: দেশের বৃহত্তম ব্যাঙ্কে চাকরির জন্য ইতিমধ্যেই যোগদানে ইচ্ছুক ব্যক্তিদের আবেদন করতে বলেছে State Bank of India। ব্যাঙ্কিং সেক্টরে চাকরির এটি একটি সুবর্ণ সুযোগ। এই নিয়োগ অভিযানের মাধ্যমে মোট ৪টি শূন্য পদ পূরণ করতে চাইছে কোম্পানি।
Jobs In SBI: এই ব্যাঙ্কে চাকরির জন্য আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইট, sbi.co.in-এ আবেদন করতে পারেন। অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া ৪ মার্চ,২০২২ থেকে শুরু হয়েছে। পদগুলির জন্য আবেদন করার শেষ তারিখ ৩১ মার্চ, ২০২২।
Jobs In SBI: গুরুত্বপূর্ণ তারিখ
অনলাইন আবেদন শুরু হয়েছে: মার্চ ৪, ২০২২
অনলাইন আবেদনের শেষ তারিখ: মার্চ ৩১, ২০২২
SBI Recruitment 2022: কোন কোন পদে হচ্ছে নিয়োগ
Chief Information Officer: 1 postChief Technology Officer: 01 postDeputy Chief Technology Officer (e-Channels): 1 postDeputy Chief Technology Officer (Core Banking): 1 post
SBI Recruitment 2022: যোগ্যতার মানদণ্ড
Chief Information Officer: এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা প্রাসঙ্গিক ক্ষেত্রে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকা বাধ্যতামূলক। সঙ্গে এমবিএ করা থাকলে বাড়তি সুবিধা পাবে চাকরিপ্রার্থী।
Chief Technology Officer: এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা প্রাসঙ্গিক ক্ষেত্রে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি এমবিএ করা থাকলে বাড়তি সুবিধা হবে আবেদনকারীর।
Deputy Chief Technology Officer (e-Channels): সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা প্রাসঙ্গিক ক্ষেত্রে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি; এমবিএ একটি বাড়তি সুবিধা দেবে চাকরিপ্রার্থীদের।Deputy Chief Technology Officer (Core Banking): এখানেও আবেদনের ক্ষেত্রে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা প্রাসঙ্গিক ক্ষেত্রে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে চাকরিপ্রার্থীর। সঙ্গে এমবিএ করা থাকলে একটি বাড়তি সুবিধা পাবেন আবেদনকারী।
SBI Recruitment 2022: আবেদনের ফি
এই পদে আবেদনের ক্ষেত্রে সাধারণ, EWS, বিভাগের প্রার্থীদের আবেদন ফি হিসাবে ৭৫০ টাকা দিতে হবে। অন্যান্য প্রার্থীদের আবেদন ফি দিতে হবে না।
Jobs In SBI: কীভাবে অনলাইনে আবেদন করবেন?
এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের অনলাইনে sbi.co.in.-এ আবেদন করতে হবে। এই বিষয়ে বিস্তারিত জানতে স্টেট ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে চাকরিপ্রার্থীদের।সেখানে ব্যাঙ্কের অফিশিয়াল বিজ্ঞপ্তির মধ্যে সব দেওয়া রয়েছে।
Education Loan Information:
Calculate Education Loan EMI