Job News: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ এসবিআই স্পেশ্যালিস্ট অফিসার পদে নিয়োগ করতে চলেছে। মোট শূন্যপদ ১২২টি। sbi.co.in - এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জানানো যাবে। আবেদনের শেষ তারিখ ২ অক্টোবর। 

Continues below advertisement

কোথায় কত শূন্যপদ 

  • ম্যানেজার এবং ডেপুটি ম্যানেজার (প্রোডাক্ট - ডিজিটাল প্ল্যাটফর্ম) - ৫৯টি শূন্যপদ 
  • ম্যানেজার (ক্রেডিট অ্যানালিস্ট) - ৬৩টি শূন্যপদ 

আবেদনকারীদের যোগ্যতা 

Continues below advertisement

  • ম্যানেজার এবং ডেপুটি ম্যানেজার (প্রোডাক্ট - ডিজিটাল প্ল্যাটফর্ম) - এই পদে আবেদনের জন্য আবেদনকারীদের B.E. / B. Tech. ডিগ্রি থাকতে হবে আইটি, কম্পিউটার, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, ইলেকট্রিকাল, ইন্সট্রুমেন্টেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন - এইসবের কোনও একটি বিষয়ে। 

অথবা 

  • এমসিএ বা মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিগ্রি থাকতে হবে 

আবেদনকারীদের ন্যূনতম ৬০ শতাংশ নম্বর পেতে হবে এমন একটি বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান/বোর্ডের থেকে যা ভারত সরকার/সরকারি নিয়ন্ত্রক সংস্থার দ্বারা স্বীকৃত। এছাড়াও যাঁরা এমবিএ।এক্সিকিউটীভ এমবিএ করেছেন তাঁদের সুবিধা দেওয়া হবে/ 

কাজের অভিজ্ঞতা 

আবেদনকারীদের ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকতে ডিজিটাল পেমেন্ট/অটোমেটিক ফেয়ার কালেকশন/FASTag/ডিজিটাল সলিউসশন/FinTech/রিস্ক ম্যানেজমেন্ট/কাস্টোমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট - এইসব বিষয়ে। 

যাঁরা ডেপুটি ম্যানেজার পদের জন্য আবেদন করছেন তাঁদের ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 

ম্যানেজার (ক্রেডিট অ্যানালিস্ট) 

সাধারণ যোগ্যতা - সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা প্রতিষ্ঠান থেকে যেকোনও বিষয়ে স্নাতক উত্তীর্ণ হতে হবে। অথবা এমবিএ ডিগ্রি থাকতে হবে। MBA (Finance) / PGDBA / PGDBM / MMS (Finance) / CA / CFA / ICWA - এই ডিগ্রিগুলির যেকোনও একটা থাকলেই আবেদন করা যাবে। 

কীভাবে আবেদন করবেন 

  • প্রথমে এসবিআই- এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে আবেদনকারীদের। 
  • সেখানে হোমপেজেই পাওয়া যাবে ক্যারিয়ার্স ট্যাব। সেখানে ক্লিক করে জয়েন এসবিআই অপশন সিলেক্ট করতে হবে। 
  • এরপর ম্যানেজার (ক্রেডিট অ্যানালিস্ট) অথবা ম্যানেজার অ্যান্ড ডেপুটি ম্যানেজার (প্রোডাক্টস - ডিজিটাল প্ল্যাটফর্ম) পদে নিযুক্ত হওয়ার জন্য লিঙ্কে ক্লিক করতে হবে আবেদনকারীদের। 
  • রেজিস্টার করার জন্য যাবতীয় প্রয়োজনীয় তথ্য দিতে হবে। 
  • এবার অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে। প্রয়োজনীয় নথি দিতে হবে। অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে। 
  • সাবমিট করার আগে ভালভাবে অ্যাপ্লিকেশন ফর্ম দেখে নিতে হবে। 
  • কনফারমেশন অর্ডার ডাউনলোড করে নিন। ভবিষ্যতের প্রয়োজনের জন্য প্রিন্ট আউট করে রাখতে পারেন এই কনফারমেশন অর্ডার। 

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।


Education Loan Information:

Calculate Education Loan EMI