Recruitment News:  স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ফের নিয়োগ প্রক্রিয়া শুরু। ডেপুটি ম্যানেজার সহ আরও তিনটি পদের জন্য নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক। এই পদে নির্বাচিত হলে বছরে সর্বোচ্চ ৪৫ লাখ টাকার বেতন পাবেন নির্বাচিত প্রার্থী। ইতিমধ্যেই নিয়োগ প্রক্রিয়া (Job News) শুরু করে দিয়েছে। এই পদের জন্য কোনও লিখিত পরীক্ষা দিতে হবে না। শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমেই হবে প্রার্থী নিয়োগ। তবে এই পদের জন্য পোস্টিং হয়েছে মুম্বইতে। বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে। অনলাইনে এসবিআইয়ের (SBI Recruitment) ওয়েবসাইট থেকেই এই পদের জন্য আবেদন করা যাবে। গতকাল অর্থাৎ ৩ জুলাই থেকে শুরু হয়েছে এই পদে আবেদন।


কতগুলি শূন্যপদ রয়েছে


এই নিয়োগের মাধ্যমে স্টেট ব্যাঙ্কে ১৬টি পদে নিয়োগ করা হবে। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে ২ জন, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে ৩ জন নেওয়া হবে। অন্যদিকে ম্যানেজার পদে ৪ জন এবং সবশেষে ডেপুটি ম্যানেজার পদে ৭ জনকে নেওয়া হবে।


কারা আবেদন করতে পারবেন


এই পদগুলির জন্য আবেদনের যোগ্যতা একেকটি পদে একেকরকম। স্টেট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে এই নিয়োগের বিজ্ঞপ্তিতে বিস্তারিতভাবে দেওয়া আছে কোন কোন পদের জন্য কী যোগ্যতা লাগবে। আইটি, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স ও ইন্সট্রুমেন্টেশনে বি.ই এবং বি.টেক ডিগ্রি যাদের আছে তারা আবেদন করতে পারবেন। এছাড়া পদ অনুসারে কাজের যোগ্যতাও থাকতে হবে। সিনিয়র ভাইস প্রেসিডেন্টের জন্য প্রার্থীকে CISSP সার্টিফিকেট অর্জন করে থাকতে হবে। ডেটা প্রাইভেসি ও সিকিওরিটি সম্পর্কে জ্ঞান থাকতে হবে। আবার ম্যানেজার পদের জন্য CETh সার্টিফিকেট এবং অন্যান্য কম্পিউটার টুল ব্যবহারের জ্ঞান থাকতে হবে।


বয়সসীমা


সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদের জন্য আবেদনকারীর বয়স ৩৮ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে। অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্টের জন্য বয়স হতে হবে ৩৩ থেকে ৪৫ বছরের মধ্যে। ২৮ থেকে ৪০ বছরের মধ্যে প্রার্থীরা ম্যানেজার পদের জন্য আবেদন করতে পারবেন। আর ডেপুটি ম্যানেজার পদের জন্য আবেদনকারীর বয়স হতে হবে ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে।


আবেদনের কত ফি হবে


এই পদের জন্য আবেদন করতে হলে অসংরক্ষিত প্রার্থীদের জন্য ৭৫০ টাকা আবেদনের ফি দিতে হবে। তবে SC / ST / PwD প্রার্থীদের জন্য কোনও আবেদনের মূল্য লাগবে না।


বেতন কত হবে


ম্যানেজার পদের জন্য প্রতি মাসে ৮৫ হাজার থেকে ১ লাখ ৫২ হাজার টাকা বেতন পাবেন নির্বাচিত প্রার্থী। ডেপুটি ম্যানেজার পদের বেতন মাসে ৬৪ হাজার থেকে ৯৩ হাজার। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদের জন্য প্রার্থীরা বছরে ৪৫ লাখের বেতন পাবেন। তবে এটি চুক্তি ভিত্তিক চাকরি। প্রাথমিকভাবে ১ বছরের জন্য নেওয়া হবে চাকরিতে, পরে তা ৪ বছর পর্যন্ত বাড়তে পারে।


আরও পড়ুন: Success Story: চিকিৎসক থেকে DSP, পথ বদলের গল্প বললেন WBCS মোহিত


Education Loan Information:

Calculate Education Loan EMI