Sashastra Seema Bal Jobs: সশস্ত্র সীমা বল (SSB)-তে প্রচুর পদে নিয়োগের বিজ্ঞপ্তি শুরু হয়েছে।  কনস্টেবল জেনারেল ডিউটি (General Duty) পদে চাকরির এই সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে |  আগ্রহী চাকরিপ্রার্থীরা এই পদে আবেদন করতে অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখতে পারেন। 

Jobs Sashastra Seema Bal: হাতে মাত্র একদিনএসএসবিতে কনস্টেবল পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের হাতে রয়েছে আর মাত্র একদিন। ১৫ অক্টোবর এই পদে আবেদন করার শেষ তারিখ রাখা হয়েছে । এই পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীদের অফিশিযাল বিজ্ঞপ্তি নম্বর File No.366/RC/SSB/CT(GD)SO/2022 দেখে নিতে হবে। 

Sashastra Seema Bal Jobs: আবেদনের পদ্ধতিএই ক্ষেত্রে সশস্ত্র সীমা বলে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের অফলাইনের পদ্ধতি অবলম্বন করতে হবে। সারা ভারতে হবে এই নিয়োগ।

SSB Vacancy DetailsPost NameNo. of PostsConstable (General Duty) 399Sport-Wise Vacancy DetailsName of the Game Number of Vacancies For Male Number of Vacancies For FemaleArchery 6 10Athletics 24 22Basketball 3 4Body Building 10 0Boxing 11 6Cycling 4 0Equestrian 4 0Fencing 8 6Football 9 8Gymnastics 2 5Handball 5 6Hockey 4 4Judo 7 7Kabaddi 7 7Karate 3 8Shooting (Sports) 6 7Sepak Takraw 7 8Swimming 15 10Taekwondo 9 8Volleyball 6 6Weightlifting 6 11Wrestling 11 12Wushu 5 6Water Sports 15 12Yatching 12 12Total 399 Posts

SSB Vacancy Details: শিক্ষাগত যোগ্যতাএই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। কোনও স্বীকৃত বোর্ড থেকে এই শংসাপত্র পেতে হবে চাকরিপ্রার্থীদের।

Jobs Sashastra Seema Bal: প্রার্থীর বয়সসীমা এই ক্ষেত্রে চাকরিপ্রার্থীর বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে। তবে সরকারি নিয়ম মেনে চাকরির ক্ষেত্রে বয়সসমীয়া কিছু ছাড় দেওয়া হয়েছে । 

SSB Vacancy Details: আবেদনের ফিঅসংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য ১০০ টাকা আবেদন মূল্য রাখা হয়েছে। বাকি মহিলা/SC/ST ক্যাটাগরির প্রার্থীদের জন্য কোনও ফি রাখেনি কর্তৃপক্ষ।

Jobs Sashastra Seema Bal: নিম্নলিখিত ধাপের মাধ্যমে যোগ্য প্রার্থীর নির্বাচন করা হবে নথি জমা ও যাচাইদক্ষতা যাচাইশারীরিক দক্ষতা ও যোগ্যতামেডিক্যাল পরীক্ষাএই সব ধাপ অতিক্রম করলেই প্রার্থীরা চাকরিতে নিয়োগ পাবেন।

আরও পড়ুন : Railway Jobs: রেলে চাকরির সুবর্ণ সুযোগ, তিন হাজারের বেশি পদে নিয়োগ


Education Loan Information:

Calculate Education Loan EMI