Job News: স্টাফ সিলেকশন কমিশন (Staff Selection Commission) অর্থাৎ এসএসসি (SSC) - র জুনিয়র ইঞ্জিনিয়ার (JE) পদে নিয়োগের জন্য আবেদন করার শেষ দিন আজই। সিভিল, মেকানিকাল, ইলেকট্রিকাল- তিনটি বিভাগে থেকেই হবে নিয়োগ। SSC JE 2025 পরীক্ষার মাধ্যমে এই নিয়োগ করা হবে। আবেদনের শেষ তারিখ আজ অর্থাৎ ২১ জুলাই, ২০২৫। যোগ্য প্রার্থীরা ssc.gov.in- এই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন জানাতে পারবেন। আর বেশি সময় নেই। ৩০ জুন শুরু হয়েছিল আবেদন প্রক্রিয়া। অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়ার শেষ দিন ২২ জুলাই অর্থাৎ আগামীকাল রাত ১১টা পর্যন্ত। SSC JE application form- এ কোনও ভুল থাকলে তা সংশোধনের জন্য কারেকশন উইন্ডো খুলবে ১ অগস্ট এবং বন্ধ হবে ২ অগস্ট, এমনটাই জানিয়েছে স্টাফ সিলেকশন কমিশন। 

  • কম্পিউটার বেসড পরীক্ষা হবে, যেটি পেপার-১। ২৭ অক্টোবর থেকে ৩১ অক্টোবরের মধ্যেই এই পরীক্ষা হতে পারে। 
  • কম্পিউটার বেসড আরও একটি পরীক্ষা হবে, যেটি পেপার-২। আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে এই পরীক্ষা হতে পারে। 

আবেদনকারীরা কোনও সমস্যায় পড়লে 180 030 93063- এই টোল ফ্রি হেল্প লাইন নম্বরে ফোন করতে পারেন। স্টাফ সিলেকশন কমিশন এই নিয়োগের মাধ্যমে ১৩৪০টি শূন্যপদ পূরণ করবে। পরে অফিশিয়াল ওয়েবসাইটে পদ এবং ক্যাটেগরি অনুসারে চূড়ান্ত শূন্যপদের তালিকা প্রকাশ করা হবে। এই আবেদনের ক্ষেত্রে ১০০ টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য হয়েছে অসংরক্ষিত শ্রেণির জন্য। মহিলা, তফশিলি জাতি, তফশিলি উপজাতি, বিশেষ ভাবে সক্ষম এবং আবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে। 

ইন্টেলিজেন্স ব্যুরোতে চাকরির সুযোগ 

ইন্টেলিজেন্স ব্যুরো, অর্থাৎ আইবি (IB) - তে রয়েছে চাকরির সুযোগ। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এই চাকরির জন্য আবেদনের নোটিফিকেশন প্রকাশ করেছে। IB ACIO Grade 2 Exam 2025- এর জন্য অ্যাপ্লিকেশন প্রকাশিত হয়েছে। যোগ্য প্রার্থীরা Assistant Central Intelligence Officer Grade–II/Executive, আইবি- র ACIO-II/Exe হিসেবে নিযুক্ত হতে পারেন। আবেদন করা যাবে স্বরাষ্ট্র মন্ত্রকে অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। mha.gov.in - এর মাধ্যমে আবেদন করতে পারবেন যোগ্য প্রার্থীরা। ১৯ জুলাই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে এবং তা চলবে আগামী ১০ অগস্ট পর্যন্ত। অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়া যাবে এসবিআই চালানের মাধ্যমে। তার শেষ দিন ১২ অগস্ট। এই নিয়োগের মাধ্যমে ৩৭১৭টি শূন্যপদ পূরণ করা যাবে। 

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।


Education Loan Information:

Calculate Education Loan EMI