SSC MTS 2024: স্টাফ সিলেকশন কমিশন (Staff Selection Commission) অর্থাৎ এসএসসি (SSC)- র তরফে জানানো হয়েছে মাল্টি টাস্কিং স্টাফ (Multi Tasking Staff Non Technical) (নন- টেকনিক্যাল) - এই পদে নিয়োগের শূন্যপদের (Vacancies) সংখ্যা বাড়ানো হয়েছে। প্রথমে শূন্যপদ ছিল ৪৮৮৭। এখন তা বেড়ে হয়েছে ৬১৪৪। এর পাশাপাশি রয়েছে ৩৪৩৯টি শূন্যপদ হাবিলদার (CIBC and CBN) পদে নিয়োগের জন্য। অতএব মোট শূন্যপদ ৯৫৮৩। ssc.gov.in - এই অফিশিয়াল ওয়েবসাইটে নতুন নোটিফিকেশন দেখা যাবে। এর পাশাপাশি আরও একটি নোটিফিকেশন প্রকাশ করেছে স্টাফ সিলেকশন কমিশন। সেখানে বলা হয়েছে এসএসসি এমটিএস এবং হাবিলদারের পরীক্ষার জন্য আবেদন করার মেয়াদও বৃদ্ধি পেয়েছে। আগে শেষ তারিখ ছিল ৩১ জুলাই। এখন তা বেড়ে হয়েছে ৩ অগস্ট। এছাড়াও জানা গিয়েছে আবেদনপত্র সংশোধনের জন্য উইন্ডো খোলা থাকবে ১৬ অগস্ট থেকে ১৭ অগস্ট রাত ১১টা পর্যন্ত। আগেও এই সময়সীমাই জানানো হয়েছিল স্টাফ সিলেকশন কমিশনের তরফে। এই নিয়োগের জন্য যে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে তা সম্ভবত এবছর অক্টোবর কিংবা নভেম্বর মাসেই ঘোষণা হবে। তবে তারিখ এখনও জানানো হয়নি স্টাফ সিলেকশন কমিশনের তরফে। আগামী দিনে জানানো হবে এসএসসি- র তরফে। 


আবেদনকারীদের বয়স সীমা এবং শিক্ষাগত যোগ্যতা 


স্টাফ সিলেকশন কমিশনের মাল্টি টাস্কিং স্টাফ নন টেকনিক্যালের জন্য আবেদন করতে হলে আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে ৩ অগস্ট, ২০২৪ অনুসারে। অন্যদিকে হাবিলদার পদে নিয়োগের জন্য যাঁরা আবেদন করবেন তাঁদের বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে ৩ অগস্ট, ২০২৪ অনুসারে। যাঁরা আবেদন করবেন তাঁদের দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে কিংবা পাশ করতে হবে সমতুল্য কোনও পরীক্ষা। একটি স্বীকৃত বোর্ড থেকে পরীক্ষা দিতে হবে আবেদনকারীদের। ৩ অগস্ট, ২০২৪- এর আগে এইসব পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আবেদনকারীদের। 


অ্যাপ্লিকেশন ফি কত 


এসএসসি এমটিএস ২০২৪- এর জন্য যাঁরা আবেদন করবেন তাঁদের ১০০ টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। তফশিলি জাতি, তফশিলি উপজাতি, বিশেষভাবে সক্ষম, অবসরপ্রাপ্ত চাকরিজীবীদের জন্য কোনও অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না। আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে। হাবিলদার পদে নিয়োগের জন্য আবেদনকারীদের ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট দিতে হবে ওই কম্পিউটার ভিত্তিক পরীক্ষার পর। বাকি যাবতীয় তথ্য পাওয়া যাবে ssc.gov.in - এই অফিশিয়াল ওয়েবসাইটে। 


ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা। 


আরও পড়ুন- বিএসএফ-শূন্য়পদ কত? অগ্নিবীরদের জন্য বিশেষ সুবিধা? সংসদে কী জানাল কেন্দ্র?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


Education Loan Information:

Calculate Education Loan EMI