Indian Railways: আপনি সরকারি চাকরি খুঁজলে দারুণ সুযোগে দিচ্ছে ভারতীয় রেল। Indian Railways-এর বিভিন্ন স্থানে হচ্ছে নিয়োগ। স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে অফিশিয়াল ওয়েবসাইটে আবেদন করতে পারেন চাকরিপ্রার্থী।


Staff Selection Commission: আবেদনের তারিখ
এই পদগুলিতে আবেদনের ক্ষেত্রে ১২ মে থেকে শুরু হয়েছে প্রক্রিয়া। আবেদনের শেষ তারিখ ১৩ জুন রাখা হয়েছে। এই ক্ষেত্রে অনলাইনে আবেদন করতে হবে চাকরিপ্রার্থীদের। Selection Post Phase-10 Notification 2022-তে নিয়োগ করবে ভারতীয় রেল।


Indian Railways: কোথায় কোন-কোন পদে হবে নিয়োগ ?
Central Region CR 
Northern Region NR Delhi
Madhya Pradesh MPR
Eastern Region ER
Karnataka Kerala KKR
North East Region NER
North Western Region NWR
South Region SR
Western Region WR 


সব মিলিয়ে ২০৬৫টি পদে নিয়োগ করা হবে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে।


Staff Selection Commission: শিক্ষাগত যোগ্যতা 
দশম, দ্বাদশ ও স্নাতক উত্তীর্ণ ব্যক্তিরা আবেদন করতে পারবেন এই পদগুলিতে। সেই ক্ষেত্রে কোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই যোগ্যতা লাভ করতে হবে আবেদনকারীদের।


Indian Railways: বয়স সীমা 
এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের বয়স ১৮,২৫, ২৭ , ৩০-এর মধ্যে হতে হবে।


Staff Selection Commission: উপযুক্ত ও যোগ্য প্রাথীরা অফিশিয়াল ওয়েবসাইট http://ssc.nic.in  এর মাধ্যমে আবেদন করতে পারেন | অনলাইন টেস্টের মাধ্যমে হবে নিয়োগ । এই বিষয়ে বিস্তারিত জানতে চাকরিপ্রার্থীদের এসএসসির অফিশিয়াল সাইটে গিয়ে বিশদ বিবরণ দেখে নিতে হবে। বিভিন্ন পদের জন্য রয়েছে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কর্তৃপক্ষ। সেই কারণে দশম, দ্বাদশ ও স্নাতক উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের কথা একই সঙ্গে বলা হয়েছে। এই পদে আবেদনের ক্ষেত্রে সাধারণ ও ওবিসি চাকিরপ্রার্থীদের ১০০ টাকা আবেদনের ফি রাখা হয়েছে । পাশাপাশি SC/ ST/Women/ESM ক্যাটিগরির জন্য কোনও ফি দিতে হবে না।


আরও পড়ুন : Post Office Jobs: ভারতীয় ডাক বিভাগে প্রচুর পদে নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদনের শেষ তারিখ জানেন ?


Education Loan Information:

Calculate Education Loan EMI