SSC Warning: স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে একটি কড়া সতর্কবার্তা জারি করা হয়েছে সম্প্রতি সমস্ত প্রার্থীদের উদ্দেশ্যে যেখানে বলা হয়েছে যে পড়ুয়ারা যেন কোনওভাবেই স্টাফ সিলেকশন কমিশনের (SSC Warning) প্রশ্নপত্র নিয়ে সমাজমাধ্যমে আলোচনা, প্রশ্নপত্র পোস্ট না করেন। এটি গুরুতর অপরাধ বলে গণ্য করা হবে এবং এই অপরাধের জেরে অভিযুক্তের কড়া শাস্তি হতে পারে, কারাবাস ও মোটা জরিমানাও হতে পারে প্রার্থীর। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাম্প্রতিক ২০২৪ সালের পাবলিক এক্সামিনেশন আইনের অধীনে যা ভারতজুড়ে পাবলিক এক্সামিনেশনের পবিত্রতা বজায় রাখতে, অক্ষুণ্ণ রাখতে সাহায্য করে আধিকারিকদের।
একটি সরকারি বিজ্ঞপ্তিতে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই কার্যকলাপগুলি কঠোরভাবে নিষিদ্ধ। কমিশনের পক্ষ থেকে সতর্ক করে দেওয়া হয়েছে যে কোনও নিয়ম লঙ্ঘনের ফলে উল্লেখযোগ্য শাস্তি (SSC Warning) হতে পারে। পাবলিক এক্সামিনেশন আইনের অধীনে এই বিভাগের সমস্ত অপরাধকে জামিন অযোগ্য হিসেবে দণ্ডিত করা হবে। অভিযুক্ত ব্যক্তির ৩ থেকে ৫ বছরের কারাবাস হতে পারে আর ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা এবং পরিষেবা প্রদানকারী বা প্রতিষ্ঠানের জন্য ১ কোটি টাকা পর্যন্ত জরিমানা অন্তর্ভুক্ত রয়েছে। সংগঠিত অপরাধের জন্য এই আইনে ৫ থেকে ১০ বছরের জন্য কারাদণ্ড ও ন্যূনতম ১ কোটি টাকা জরিমানার কথা বলা হয়েছে।
কমিশন পরীক্ষার্থী এবং কনটেন্ট ক্রিয়েটরদের এই ধরনের আলোচনাতে (SSC Warning) অংশ নিতে বা প্রচার এড়াতে অনুরোধ করেছে পরীক্ষার সততা বজায় রাখার গুরুত্বের উপর জোর দিয়ে। এই নোটিশটি সমাজমাধ্যমে বিতর্কের জন্ম দিয়েছে। অনেক শিক্ষক ও প্রভাবশালী ব্যক্তিরা এই সিদ্ধান্তের পিছনের যুক্তি-কারণ পরম্পরা নিয়ে প্রশ্ন তুলেছেন। জনপ্রিয় শিক্ষক অভিনয় শর্মা অনলাইনে তাঁর উদ্বেগ প্রকাশ করে এই সিদ্ধান্তকে দ্বিচারিতা বলে আখ্যা দিয়েছেন।
তিনি লিখেছেন, “নির্বাচনের পরে এক্সিট পোল নিয়ে প্রকাশ্যে সংবাদমাধ্যমে আলোচনা করা হয়। সংবাদমাধ্যমগুলির এই বিশ্লেষণ করার অধিকার রয়েছে। কিন্তু পরীক্ষার পরে প্রশ্নপত্র নিয়ে আলোচনা করা অপরাধ হয়ে গেল। এক ধরনের বিশ্লেষণকে স্বাধীনতা বলা হচ্ছে আর অন্য ধরনের বিশ্লেষণকে অপরাধ বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। এটি দ্বিচারিতা নাহলে আর কী ? ন্যায়বিচারের নতুন সংজ্ঞা এসএসসি আজ তাদের নোটিশে দিয়েছে”। অনেক পড়ুয়াই এই মতামতে সম্মতি জানিয়েছেন এবং স্বীকার করেছেন যে এই প্রশ্নপত্র নিয়ে আলোচনা আদপেই পরীক্ষা সংস্কৃতির একটি অংশ।
Education Loan Information:
Calculate Education Loan EMI