Job News: স্টাফ সিলেকশন কমিশন (Staff Selection Commission) (এসএসসি) অবশেষে স্টেনোগ্রাফার গ্রেড সি এবং ডি (Stenographer C and D) - নিয়োগের চূড়ান্ত শূন্যপদের সংখ্যা ঘোষণা করেছে। স্টাফ সিলেকশন কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে স্টেনোগ্রাফার গ্রেড সি এবং ডি রিক্রুটমেন্ট এক্সামিনেশন ২০২৫- এর শূন্যপদের সংখ্যা ঘোষণা করা হয়েছে। যাঁরা এই পরীক্ষায় বসতে চলেছে তাঁরা পদ অনুসারে শূন্যপদের সংখ্যা দেখে নিতে পারবেন ssc.gov.in- এই ওয়েবসাইটে। এসএসসি- র নতুন নোটিফিকেশন অনুসারে মোট শূন্যপদ ১৯২৬টি। গ্রেড সি- এর জন্য ২৩৯টি এবং গ্রেড ডি- এর জন্য ১৬৮৭টি শূন্যপদ রয়েছে।
এবার খুঁটিনাটি তথ্য জেনে নেওয়া যাক এসএসসি স্টেনোগ্রাফার গ্রেড সি এবং ডি রিক্রুটিমেন্ট এক্সামিনেশন সম্পর্কে
এসএসসি কর্তৃপক্ষ গতবছর ১০ এবং ১১ ডিসেম্বর কম্পিউটার বেসড পরীক্ষা নিয়েছিল পেপার ওয়ানের। সারা ভারত জুড়ে হয়েছিল পরীক্ষা। এরই রেজালস্ট বেরিয়েছে ৬ মার্চ। রেজাল্টের সঙ্গে এসএসসি কর্তৃপক্ষ ক্যাটেগরি অনুসারে কাট-অফ পার্সেন্টেজও জানিয়েছে।
১। আনরিজার্ভড ক্যাটেগরি অর্থাৎ অসংরক্ষিত শ্রেণি - ৩০ শতাংশ
২। ওবিসি এবং ইকোনমিকালি উইকার সেকশন - ২৫ শতাংশ
৩। অন্যান্য ক্যাটেগরি যেমন- তফশিলি জাতি, তফশিলি উপজাতি, বিশেষ ভাবে সক্ষম, অবসরপ্রাপ্ত কর্মচারী - ২০ শতাংশ
স্টাফ সিলেকশন কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট অনুসারে অসংরক্ষিত শ্রেণির আবেদনকারীদের কাট-অফ মার্কস গ্রেড সি- এর জন্য ১৪৮.৫৭৫২৬ এবং গ্রেড ডি- এর জন্য ১৩০.৯৩৭৪৬।
কম্পিউটার বেসড এক্সামিনেশনে অর্থাৎ কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় পরীক্ষার্থীদের পারফরম্যান্স অনুসারে ৯৩৪৫ জন ক্যান্ডিডেট প্রাথমিক ভাবে কোয়ালিফাই করেছেন যাঁরা সুযোগ পাবেন স্টেনোগ্রাফারের গ্রেড সি পদে নিযুক্ত হওয়ার স্কিল টেস্টে বসার। অন্যদিকে ২৬৬১০ ক্যান্ডিডেট প্রাথমিক ভাবে কোয়ালিফাই করেছেন যাঁরা স্টেনোগ্রাফার গ্রেড ডি- এর স্কিল টেস্টে বসার সুযোগ পাবেন। পেপার ১- এর রেজাল্টে এমন তথ্যই জানিয়েছে স্টাফ সিলেকশন কমিশন।
আরও পড়ুন- চাকরি খুঁজছেন? এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে আজই আবেদনের শেষ দিন, আপনি করেছেন তো?
আরও পড়ুন- 'স্পোর্টস কোটায়' নিয়োগ হতে চলেছে আইটিবিপি- তে, শূন্যপদ কত?
আরও পড়ুন- এনটিপিসি- তে চাকরির সুযোগ, কোন কোন পদে হতে চলেছে নিয়োগ? কারা আবেদন করতে পারবেন?
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
Education Loan Information:
Calculate Education Loan EMI