Nisha Madhulika Success Story: নিশা মধুলিকা, ভারতের একেবারে ঘরোয়া রান্নার নানাবিধ সুস্বাদু রেসিপির এক বিকল্প নাম বলা চলে। জাতীয় স্তরে ইউটিউবার যারা রান্না নিয়ে ভিডিয়ো বানান, তাদের মধ্যে সর্বাগ্রে উঠে আসে নিশা মধুলিকার (Nisha Madhulika) নাম। একজন শিক্ষক হিসেবে তাঁর যাত্রাপথ শুরু হয়েছিল, মাত্র ৬৫ বছর বয়সে ভারতের অন্যতম ধনী মহিলা ইউটিউবার হিসেবে খ্যাতি অর্জন করেছেন তিনি। কীভাবে এত সাফল্য এল ? জানুন নিশা মধুলিকার (Success Story) ডেডিকেশন, প্যাশন আর একনিষ্ঠ লক্ষ্যে অবিচল থাকার কাহিনি।
নিশা মধুলিকার সন্তান যখন ভাল চাকরি পেয়ে তাঁকে ছেড়ে অন্যত্র থাকতে শুরু করেন কাজের সূত্রে, মানসিকভাবে অত্যন্ত একা হয়ে পড়েন তিনি। আর সেই একাকিত্ব কাটাতেই ঘরোয়া রান্নায় মনোযোগ শুরু আর সেই থেকেই চালু হয় তাঁর ইউটিউব চ্যানেল। সহজ, সাধারণ রান্নার রেসিপি, ধাপে ধাপে উপভোগ্য উপায়ে দেখান নিশা মধুলিকা। আর সেটাই তাঁর চ্যানেলের ভিডিয়োর অন্যতম আকর্ষণ। যারা হিন্দি ভাষায় রান্না দেখতে পছন্দ করেন, তাদের জন্য এই নিশা মধুলিকার রান্নার ভিডিয়ো অত্যন্ত আকর্ষণীয় কনটেন্ট।
নিশা মধুলিকার বর্তমান সম্পদের পরিমাণ ৪৩ কোটি টাকা। ২০১১ সালে নিজের ইউটিউব চ্যানেল শুরু করেছিলেন তিনি, সেই সময় থেকে আজ পর্যন্ত তাঁর চ্যানেলে যুক্ত হয়েছেন মোট ১৪.৫ মিলিয়ন সাবস্ক্রাইবার। আর এর মাধ্যমেই দেশের অন্যতম জনপ্রিয় ইউটিউবারের শিরোপা পেয়েছেন নিশা মধুলিকা। তাঁর স্বতন্ত্র স্টাইল, কথা বলার ভঙ্গিমা, ঘরোয়া পরিবেশে বানানো নতুন নতুন খাঁটি রেসিপি দর্শকের মন জয় করেছে।
শুধু রান্না করেই তিনি ক্ষান্ত হননি। রান্নাঘরের বাইরেও নিজেকে বিস্তৃত করেছেন নিশা মধুলিকা। টাটা ট্রাস্টের প্রজেক্ট ধ্রুবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তিনি, যার মাধ্যমে দেশের ডিজিটাল বিভেদ বৈষম্য দূর করার চেষ্টা করা হয়। সমাজকে উন্নত ও যুগোপযোগী করে তুলতে তাঁর অবদান অনস্বীকার্য। ৫২ বছর বয়সে এসে ইউটিউব চ্যানেল শুরু করেন নিশা মধুলিকা আর এর মাধ্যমেই আসে অভাবিত সাফল্য। এই রান্নার দুনিয়ায় আসার আগে তিনি উত্তরপ্রদেশের একটি স্কুলে পূর্ণ সময়ের শিক্ষিকা ছিলেন। দুই সন্তানকে মানুষ করার পাশাপাশি তিনি স্বামীর ব্যবসাতেও সহায়তা করতেন। তবে ইউটিউবে আসার আগেও তাঁর ব্লগিং শুরু হয় প্রথমে। ২০০৭ সালে নিজের ব্লগ চালু করেন তিনি। তারপর ১০০টি ব্লগ কনটেন্ট নিয়ে ২০১১ সালে শুরু হয় ইউটিউবে ভিডিয়ো কনটেন্ট বানানো। ২০১৭ সালে নিশা মধুলিকা সেরা ইউটিউবের রান্নার কনটেন্ট ক্রিয়েটরের শিরোপা পান।
আরও পড়ুন: Bank Jobs: এই ব্যাঙ্কে বিপুল পদে ট্রেনি নিয়োগ, বাড়ল আবেদনের সময়সীমা- কী যোগ্যতা লাগবে ?
Education Loan Information:
Calculate Education Loan EMI