Ruby Prajapati: পড়ুয়াদের ডাক্তার হওয়ার ইচ্ছে থাকলে উত্তীর্ণ হতে হয় নিট ইউজি পরীক্ষা। মেডিকেল সেক্টরে নিজের পেশা গড়তে চাইলে, চিকিৎসার দুনিয়ায় পা রাখার প্রথম ধাপ নিট উত্তীর্ণ হওয়া। আর এই অন্যতম কঠিন পরীক্ষায় (NEET UG Success Story) পাশ করতে অনেকেই পারেন না, আবার অনেকে কঠোর পরিশ্রম করে লক্ষ্যে অবিচল থেকেই এই পরীক্ষায় পাশ করে চিকিৎসক হন। এমনই এক দৃষ্টান্ত গড়ে তুলেছেন রুবি প্রজাপতি (Ruby Prajapati)। তাঁর সাফল্যের কাহিনি অনুপ্রেরণা দেবে সকল নিট-উৎসাহী পড়ুয়াদের।


সাফল্যের পথে অনেক বাধা এসেছে রুবির। তাঁর বাবা সামান্য অটো চালাতেন। তিন তিনবার পরীক্ষা দিয়েও ব্যর্থ হয়েছিলেন রুবি। তারপর চতুর্থ প্রয়াসেই নিট পাশ করেন তিনি এবং তাঁর স্কোর হয়েছিল ৭২০-তে ৬৩৫। জনপ্রিয় ফিজিক্সওয়ালার ভিডিয়ো ইউটিউবে দেখে নিট ইউজির ক্র্যাশ কোর্সে নাম লেখান রুবি। আর তারপরেই চলে জোরদার প্রস্তুতি। তাঁর দক্ষতা, নিষ্ঠা ও শ্রমের কারণে সাফল্য এসে ধরা দেয়।


রুবি একটি সরকারি স্কুল থেকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হন, বর্তমানে তিনি ভিএমএমসি সংস্থায় এমবিবিএস পড়ছেন। একইসঙ্গে দিল্লির সফদর জং হাসপাতালেও চলছে তাঁর পড়াশোনা। গুজরাতের একটি ছোট্ট শহরে জন্ম ও বেড়ে ওঠা রুবির। ছোটবেলা থেকেই তিনি দেখেছেন যে তাঁর সম্প্রদায়ের মধ্যে, লোকালয়ে স্বাস্থ্য পরিষেবা নিয়ে একটা অভাব রয়েছে, ঠিকমত চিকিৎসা পরিষেবা ছিল না তাদের এলাকায়। সেই থেকেই চিকিৎসক হওয়ার ইচ্ছে মনের কোণে বাসা বাধে রুবির।


বাবা অটো চালিয়ে সংসার চালান, ফলে আয় উপার্জন ভাল ছিল না। তাই সেভাবে কোচিংয়ে ভর্তি হতে পারছিলেন না রুবি। এই সমস্যার সমাধানে নিট ইউজির প্রস্তুতির সমস্ত খরচ বহন করেন তাঁর কাকা। রুবি যাতে সঠিক দিশা পায় সেই চেষ্টায় কোনও ত্রুটি রাখেননি তিনি। ২০১৮ সালে যক্ষ্মা থেকে সম্পূর্ণরূপে সেরে ওঠার পর আরও বেশি করে চিকিতসক হওয়ার ইচ্ছে তাঁর মনে দৃঢ় হয়ে ওঠে। তাঁর দাদা যক্ষ্মাতে আক্রান্ত হয়ে নয় বছর আগেই মারা যান। আর সেই গভীর শোকে তার সেই মনের ইচ্ছে আরও প্রবল হয়ে ওঠে।


নিট ইউজির প্রস্তুতি নেওয়ার সময়ে তাঁর সম্প্রদায়ের ছেলে-মেয়েদের বিনামূল্যে কোচিংও করিয়েছেন রুবি। তাঁর গ্রামে সেভাবে কোনও কোচিং সেন্টারও ছিল না। নিজের খরচ বাঁচিয়ে অন্য অভাবী ছেলে-মেয়েদের পড়িয়েছেন রুবি।


আরও পড়ুন: IIT: টিউশন ফি জমা না দিতে পারায় হাতছাড়া হয় IIT-র সিট, দলিত পড়ুয়ার পাশে দাঁড়াল শীর্ষ আদালত


Education Loan Information:

Calculate Education Loan EMI