IAS Success Story: প্রতি বছর লক্ষ লক্ষ তরুণ-তরুণী ইউপিএসসি উত্তীর্ণ হয়ে আইএএস বা আইপিএস হওয়ার স্বপ্ন দেখেন। কিন্তু খুব কম সংখ্যক পরীক্ষার্থীর (Success Story) জীবনেই অশ্বথীর মত ঘটনা ঘটে বা তাঁর মত সৌভাগ্য ঘটে। অশ্বথীর জার্নি খুবই অনুপ্রেরণাদায়ক। তাঁর জার্নি আমাদের দেখায় যে আপনার যদি এগিয়ে যাওয়ার (IAS Success Story) সাহস থাকে তাহলে কোনও স্বপ্নই আর খুব কঠিন বা বড় থাকে না। কোনও প্রতিবন্ধকতাই আর আটকে ধরে না, দমিয়ে দেয় না।
ছোটবেলাতে প্রবল আর্থিক সমস্যার মধ্যে বড় হয়েছিলেন এস অশ্বথী। এত কঠিন দারিদ্র্য আমাদের মধ্যে অনেকেই অনুভব বা উপলব্ধি করেনি। তাঁর বাবা পেশায় একজন নির্মাণ শ্রমিক তথা দিনমজুর ছিলেন। একার উপার্জনে গোটা পরিবার চালানো খুবই কষ্টের ছিল। কিন্তু ছোটবেলায় অশ্বথীরও একটি স্বপ্ন ছিল যে তিনি একজন আইএএস অফিসার হবেন। অষ্টম শ্রেণিতে পড়ার সময় থেকেই তিনি এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন।
অশ্বথী পড়াশোনায় খুবই মেধাবী ছিলেন। তিনি কেরালার সরকারি বার্টন হিল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতক উত্তীর্ণ হন। তারপরেই তিনি যোগ দেন ভারতের টাটা কনসাল্ট্যান্সি সার্ভিসেস সংস্থায়। আর এই সংস্থায় চাকরিই তাঁর পরিবারের ভরণপোষণের জন্য একটি স্থিতিশীল সামর্থ্য জোগায় তাঁকে।
কিন্তু তাঁর শৈশবের স্বপ্ন কখনই তাকে ছেড়ে যায়নি। সাহসী সিদ্ধান্ত নিয়ে তিনি টিসিএসের চাকরি ছেড়ে ইউপিএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করেন। সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়ার জন্য কর্পোরেটের ভাল বেতনের চাকরি ছেড়ে দিতেও দ্বিধা করেননি তিনি। পরপর তিনবার অশ্বথী ইউপিএসসি পরীক্ষা দিয়েছিলেন। ২০১৭, ২০১৮ এবং ২০১৯ সালে পরীক্ষা দিয়ে প্রিলিমিনারি এক্সামেও উত্তীর্ণ হতে পারেননি অশ্বথী। অন্য কেউ হলে এই সময়েই হাল ছেড়ে দিতেন। কিন্তু হাল ছাড়েননি অশ্বথী। তিনি তাঁর ভুলগুলো সমাধানের জন্য নিজেকে উন্নত করে গিয়েছেন। উত্তর লেখার গুণমান আরও বাড়িয়ে তোলেন আর তারপরে ২০২০ সালে দ্বিগুণ দৃঢ়তার সঙ্গে পরীক্ষায় বসেন। চতুর্থবারের চেষ্টায় সারা ভারতে ৪৮১ র্যাঙ্ক অর্জন করে ইউপিএসসি উত্তীর্ণ হন অশ্বথী।
নিজের সাফল্যের কথা স্মরণ করে অশ্বথী সংবাদসংস্থা এএনআইকে জানিয়েছেন, ‘সিভিল সার্ভিস পরীক্ষায় আমি চতুর্থবারের চেষ্টায় সফল হয়েছি। গত তিনবার আমি প্রিলিমিনারি পরীক্ষাতেও উত্তীর্ণ হতে পারিনি। তখন আমি একটু উদ্বিগ্ন ছিলাম। আমি এবারে খুশি। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আমি লেখার অনুশীলন ও সর্বাধিক বিষয়বস্তু উন্নত করার উপর মনোনিবেশ করেছি যাতে আমি বিষয়কে খাতায় ভালভাবে উপস্থাপন করতে পারি।’
এস অশ্বথীর এই সাফল্যের কাহিনি ধৈর্য আর একাগ্রতার এক অনন্য নিদর্শন। হাল না ছেড়ে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার পথে ব্যর্থতা, ভুল থেকে শেখা আবার চেষ্টা এভাবেই সাফল্য এসেছে অশ্বথীর জীবনে।
Education Loan Information:
Calculate Education Loan EMI