UPSC Exam: লড়াই করেই সাফল্যের শিখরে উঠেছেন। বাবা কৃষক, বাড়িতে অভাব ছিল খুব। তবু কষ্ট করে পড়াশোনা করেছেন। ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন। কিন্তু তাতেও চাকরি মেলেনি। বিদ্রুপ সহ্য করে লড়াই চালিয়ে গিয়েছেন নিরন্তর। আর এভাবেই একদিন দেশের সবথেকে কঠিনতম পরীক্ষাতেও (Success Story) পাশ করে যোগ্য জবাব দিয়েছেন বিহারের উৎকর্ষ গৌরব (Utkarsh Gaurav)। ইঞ্জিনিয়ারিং ছেড়ে সিভিল সার্ভিসে এসে সাফল্য অর্জন করেছেন উৎকর্ষ। কেমন ছিল তাঁর লড়াইয়ের দিনগুলি ? কীভাবেই বা প্রস্তুতি নিয়েছিলেন তিনি ?
বড় হয়েছেন কীভাবে
পাটনার কাছে নালন্দা জেলার অমরগাঁও গ্রামে বড় হয়েছেন উৎকর্ষ গৌরব। তাঁর বাবা ছিলেন একজন কৃষক, মা গৃহকর্ত্রীর দায়িত্ব সামলেছেন একা হাতে। উৎকর্ষের (Utkarsh Gaurav) এক ভাই ও এক বোন আছে। বিহারেই দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ানোর পর উৎকর্ষ চলে আসেন বেঙ্গালুরুতে। PSEIT থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে শুরু করেন তিনি এবং তারপর ডিগ্রি পাওয়ার পর শুরু হয় ইউপিএসসি পরীক্ষার (Success Story) প্রস্তুতি।
ইঞ্জিনিয়ারিং ছেড়ে সিভিল সার্ভিসে
বি.টেক ডিগ্রি পাওয়ার পর এই ক্ষেত্রে সেভাবে চাকরি পাচ্ছিলেন না উৎকর্ষ গৌরব। আর তাই তিনি সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিতে শুরু করেন। ২০১৮ সালে স্নাতক উত্তীর্ণ হওয়ার পরে দিল্লিতে চলে আসেন তিনি এবং ইউপিএসসির কোচিং শুরু করেন। কিন্তু পরপর তিনবার ইউপিএসসিতে ব্যর্থ হন তিনি। আর এই সময় বিশ্ব জুড়ে শুরু হয় কোভিড মহামারী। দেশে নেমে আসে লকডাউন। গ্রামে ফিরে আসেন উৎকর্ষ। দিল্লিতে চুকিয়ে দিতে হয় পড়াশোনার পাট।
বিদ্রুপ সহ্য করেছেন অনেক
বি.টেক পাশ করার পর চাকরি না করে গ্রামের বাড়িতে বসে থেকে শুধু পড়াশোনা করে যাওয়ার সময়কালটা খুবই কঠিন ছিল। গ্রামবাসীদের বহু কটূক্তি সহ্য করতে হয়েছে তাঁকে (Utkarsh Gaurav)। অসুবিধে ছিল অনেক, কিন্তু সবসময় পরিবার তাঁকে সাহায্য করেছে। দিল্লিতে থাকা-খাওয়ার খরচ বাঁচাতে গ্রামে ফিরে এসেছিলেন তিনি। বাড়িতে রান্না করা খাবার পাচ্ছিলেন এই সময়। ফলে তাঁর স্বাস্থ্যেরও অনেক উন্নতি হয়।
ইউপিএসসি উত্তীর্ণ হন উৎকর্ষ
তারপর ২০২২ সালে ইউপিএসসি পরীক্ষায় ৭০৯ র্যাঙ্ক অর্জন করে উত্তীর্ণ হন তিনি। সরকারি চাকরির প্রস্তুতির জন্য তিনি সমাজমাধ্যম থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রেখেছিলেন। ইউটিউবে শিক্ষামূলক ভিডিয়ো দেখতেন শুধু। তাঁর কাছে পরীক্ষায় সাফল্যের জন্য কঠোর পরিশ্রমের পাশাপাশি ভাগ্য এক বড় ভূমিকা রাখে।
আরও পড়ুন: Odisha News: ওড়িশার স্কুলে স্কুলে শুরু হল ‘ওয়াটার বেল’, কেন এই ব্যবস্থা ?
Education Loan Information:
Calculate Education Loan EMI