Syama Prasad Mookerjee Port, Kolkata Jobs: কলকাতায় শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। অ্যাসিস্ট্যান্ট সুপারিন্টেন্ডেন্ট ,সেফটি অফিসার পদে হবে নিয়োগ। নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে হবে চাকরিপ্রার্থীদের।


Jobs In Kolkata: সব মিলিয়ে শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে ৬টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। চুক্তির ভিত্তিতে অ্যাসিস্ট্যান্ট সুপারিন্টেন্ডেন্ট ,সেফটি অফিসার পদে নিয়োগ করবে কর্তৃপক্ষ। 


ASSISTANT SUPERINTENDENT/ ASST. RAILWAY MANAGER – 05
শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে যেকোনও স্ট্রিমে ইঞ্জিনিয়ারিংয়ে 1ম শ্রেণির ডিগ্রি (04 বছর) অথবা একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নটিক্যাল সায়েন্স B.Sc-তে 1ম শ্রেণির ডিগ্রি পেতে হবে।যেকোনও বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি/স্নাতকোত্তর ডিগ্রি/ডিপ্লোমা (2 বছরের পূর্ণকালীন নিয়মিত কোর্স) এই ক্ষেত্রে অগ্রাধিকার পাবে। কম্পিউটার অ্যাপ্লিকেশন ও মডিউল ব্যবহারের সাথে পরিচিত থাকতে হবে চাকরিপ্রার্থী।


অভিজ্ঞতা: এই চাকরির ক্ষেত্রে শিল্প/বাণিজ্যিক বা সরকারি উদ্যোগে তত্ত্বাবধায়ক ক্যাডারের ন্যূনতম দুই (02) বছরের অপারেশনাল অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়। শিপিং অথবা রেলওয়ে অপারেশনে দুই (02) বা তার বেশি বছরের অভিজ্ঞতা বাঞ্ছনীয় চাকরিপ্রার্থীর।


SAFETY OFFICER – 01
শিক্ষাগত যোগ্যতা: ইঞ্জিনিয়ারিং/টেকনোলজির যেকোনও শাখায় ডিগ্রির পাশাপাশি বন্দর বা অনুরূপ জায়গায় 2 বছরের জন্য তত্ত্বাবধায়ক বা কাজের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীর। এ ছাড়াও বন্দর বা অনুরূপ জায়গায় 5 বছরের ন্যূনতম অভিজ্ঞতা ও ফিজিক্স , কেমিস্ট্রি নিয়ে ডিগ্রি থাকতে হবে চাকরিপ্রার্থীর। এই ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের বিশদে কাজের বিষয়ে জানতে অফিশিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে।


বয়স সীমা: এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। 


Kolkata Port Jobs: প্রার্থীদের নির্বাচন
ওয়াক-ইন ইন্টারভিউয়ের জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সাক্ষাত্কারের আগে নথি যাচাইয়ের সময় মেইলে পাঠানো আবেদনের একটি কপি রাখতে হবে।পরীক্ষার/সাক্ষাৎকারের সঠিক তারিখ, সময় ও স্থান যথাসময়ে যোগ্য প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি এই ধরনের তথ্য শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট, কলকাতার অফিশিয়াল ওয়েবসাইটেও পাওয়া যাবে — 
https://www.kolkataporttrust.gov.in 


Jobs In Kolkata: যেভাবে আবেদন করবেন
প্রার্থীরা উপরের যোগ্যতার মানদণ্ড পূরণ করছেন এরকম চাকরিপ্রার্থীদের careers.kds@kolkataporttrust.gov.in -এ ই-মেইলের মাধ্যমে 10.03.2022 এর আগে আবেদনপত্র 
পাঠাতে হবে।


 


Education Loan Information:

Calculate Education Loan EMI