TCS Recruitment: যাঁরা চাকরি খুঁজছেন, তাঁদের জন্য সুখবর দিল টিসিএস (TCS) সংস্থা। সম্প্রতি টাটা কনসালটেন্সি সার্ভিসেস (Tata Consultancy Services) জানিয়েছে চলতি অর্থবর্ষে ৪০ হাজার ফ্রেশার যোগ করবে সংস্থা। টিসিএসের সিওও এন গণপতি সুব্রহ্মণ্যম জানিয়েছেন যে এগুলি মূলত ক্যাম্পাস রিক্রুটমেন্ট হবে। অন্যান্য প্রযুক্তি সংস্থা যেম ইনফোসিস ও আরও অনেকেই যেমন জানিয়েছে যে তাঁরা পড়ুয়াদের নিয়োগ করবে না, সেই পরিস্থিতিতে একসঙ্গে ৪০ হাজার ফ্রেশার নিযুক্ত করার সুখবর দিয়েছে টিসিএস। একসঙ্গে এত নিয়োগের খবরে স্বভাবতই উঠছে মাস লে-অফ বা ব্যাপক হারে কর্মী ছাঁটাইয়ের প্রশ্ন। এই প্রসঙ্গে টিসিএস কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি অর্থবর্ষে ৩৫ থেকে ৪০ হাজার ফ্রেশার সংস্থায় নিয়োগ হলেও কর্মী ছাঁটাইয়ের কোনও সম্ভাবনা নেই। 


বিগত বেশ কিছু বছর ধরেই ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের চাকরির বাজারে মন্দা দেখা দিয়েছিল। ট্রেন্ড দেখা গিয়েছিল, পড়ুয়াদের ক্যাম্পাসিং হচ্ছে না। অথচ একটা সময়ে ক্যাম্পাসিংয়ের মাধ্যমে চাকরি পাওয়ার নিশ্চয়তার জন্যই উচ্চ মাধ্যমিকের পর দলে দলে পড়ুয়া (বিজ্ঞান বিভাগের) ইঞ্জিনিয়ারিং পড়ার ব্যাপারে উৎসাহ দেখাতেন। সরকারি কলেজের পাশাপাশি একধাক্কায় তৈরি হয়েছিল অসংখ্য বেসরকারি ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান। প্রাথমিকভাবে ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের ক্যাম্পাসিংয়ের মাধ্যমে চাকরি পাওয়ার বিষয়টিতে রমরমা থাকলেও বিগত কয়েকবছর ধরে ব্যাপক হারে মন্দা দেখা দিয়েছিল। কিন্তু এবার টাটা কনসালটেন্সি সার্ভিসেসের নতুন ঘোষণায় কিছুটা স্বস্তিতে ইঞ্জিনিয়ারিং পড়ুয়ারা। 


গত জুন মাসে সংবাদ শিরোনামে উঠে এসেছিল টাটা কনসালটেন্সি সংস্থার নাম


কোভিডকালে ওয়ার্ক ফ্রম হোমের সুবিধা চালু হলেও এই পরিষেবা এখন বন্ধ করেছে অনেক সংস্থাই। পুরোপুরি বন্ধ না হলেও আংশিক ভাবে বড়সড় পরিবর্তন এসেছে নিয়মে। সপ্তাহে অন্তত তিনদিন অফিসে এসে কাজ করার নির্দেশ দিয়েছিল টিসিএস কর্তৃপক্ষ। সংস্থার নির্দেশ না মানলে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল কর্মীদের। চলতি বছর মে মাসে প্রকাশ্যে এসেছিল টিসিএসের এই সিদ্ধান্ত। এরপরই সংস্থায় গণহারে ইস্তফা দিতে শুরু করেন মহিলাকর্মী। প্রসঙ্গত উল্লেখ্য, ৬ লক্ষের কাছাকাছি কর্মী রয়েছেন টিসিএসে। তার প্রায় ৩৫ শতাংশ মহিলা। তাঁদের মধ্যে গণ ইস্তফা দেওয়ার প্রবণতা দেখা গিয়েছিল। 


টিসিএসের তরফে জানানো হয়, গত দু'বছরে সংস্থায় অনেক নতুন কর্মী যুক্ত হয়েছেন। তাঁদের জন্য অফিসে এসে কাজ করা গুরুত্বপূর্ণ। কোথায় বসে কাজ করবেন, কাদের সঙ্গে কাজ করবেন সবটা ভালমতো জানা থাকলে তবেই নতুন কর্মীরা ভালভাবে কাজ করতে পারবেন, এমনটাই মত ছিল টিসিএস সংস্থার। সেই কারণেই সপ্তাহে অন্তত তিনদিন অফিসে এসে কাজ করার ব্যাপারে কর্মীদের জন্য নির্দেশিকা জারি করেছিল টিসিএস কর্তৃপক্ষ। 


আরও পড়ুন- WBCS প্রিলিমসের তারিখ ঘোষণা


Education Loan Information:

Calculate Education Loan EMI