কলকাতা: পুজোর আগেই স্বস্তির খবর। আজ প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার অর্থাৎ টেটের (TET) বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। এই বছরের শেষেই হবে টেট পরীক্ষা। আজ জানানো হয়েছে, এই বছরের শেষেই ১১ ডিসেম্বর প্রাথমিকে টেটের পরীক্ষা হবে।
আজ বিজ্ঞপ্তি জারি করে আরও জানানো হয়েছে, প্রায় ১১ হাজার শূন্যপদে নিয়োগের জন্যও বিজ্ঞপ্তি জারি হবে পুজোর আগে। এই নিয়োগের জন্য অতীতে যাঁরা টেট উত্তীর্ণ, তাঁরাই আবেদন করতে পারবেন। প্রাথমিকে ট্রেনিং থাকলেও আবেদন করতে পারবেন নিয়োগের জন্য। এবার থেকে প্রতি বছর প্রাথমিক টেটে পরীক্ষা হবে বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, বছরে দুবার নিয়োগের পরিকল্পনাও রয়েছে।
অন্যদিকে আজ, ১৮৫ জনের পর এবার ৬৫ জনকে চাকরির নির্দেশ হাইকোর্টের। টেটে প্রশ্ন ভুল সংক্রান্ত মামলায় ৬৫ জনকে নিয়োগের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই পদে ২৮ সেপ্টেম্বরের মধ্যে নিয়োগপ্রক্রিয়া শুরু করতে হবে। নিয়োগ করতে হবে সংশ্লিষ্ট টেট উত্তীর্ণদের। নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।
আরও পড়ুন: Prosenjit Weds Rituparna: ফের প্রসেনজিৎ-ঋতুপর্ণার জুটি, প্রকাশ্যে বিয়ের তারিখও!
এর আগে ৩ দফায় একাধিক চাকরিপ্রার্থীকে নিয়োগ করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশ মেনে কাউন্সিলিং হয়েছে, নিয়োগপত্রও দেওয়া হয়েছে। এর আগে ৩ দফায় মোট ১৮৯ জনকে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছিল। তার মধ্যে ১৮৫ জনের নিয়োগ হয়ে গিয়েছে। টেকনিক্যাল কারণে ৪ জনের নিয়োগ এখনও হয়নি। এখন আরও ৬৫ জনকে নিয়োগের নির্দেশ দেওয়া হল।
২০১৭-র টেট (TET) উত্তীর্ণদের রাজভবন অভিযান উপলক্ষে উত্তেজনা। শিয়ালদা (Sealdah Station Area) স্টেশন চত্বরে জমায়েত, আচমকা মিছিল। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি। শিয়ালদা স্টেশন চত্বরেই রাস্তা আটকায় পুলিশ। আন্দোলনকারীদের কয়েকজনকে আটক করেছে পুলিশ (Police)।
তৃণমূল আমলে এর আগে তিনবার টেট হয়। ২০১২, ২০১৪, ২০১৭ সালে টেট পরীক্ষা নেয় পর্ষদ। এই টেট পরীক্ষাকে কেন্দ্র করে ব্যাপক দুর্নীতির অভিযোগও উঠেছে। এই আবহে নতুন করে টেট পরীক্ষা নেওয়ার তৎপরতা শুরু হয়েছে। নতুন সভাপতি এবং অ্যাডহক কমিটি আসার পর বৈঠক হয়।পরীক্ষার দিনক্ষণের ইস্যুতে মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি, ওইদিন সুপারিশ করা হয় অ্যাডহক কমিটির তরফে। এর আগে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, টেট নিতে হবে সেপ্টেম্বর মাসের মধ্যে। কিন্তু সেই নির্দেশ পালন করতে পর্ষদ পারছে না, সেটা জানিয়ে দেওয়া হবে সুপ্রিম কোর্টকে। পরীক্ষা কবে নেওয়া যায়, তা চূড়ান্ত করতে পুজোর আগেই মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন পর্ষদ সভাপতি। উল্লেখ্য, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ মেনে, হালেই ১৮৫ জনকে সুপারিশপত্র দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।
Education Loan Information:
Calculate Education Loan EMI