দিল্লি : কেন্দ্রীয় বাহিনীতে যোগ দিতে চান ? গতকাল পনেরোই এপ্রিল থেকে শুরু হয়েছে আবেদনের প্রক্রিয়া। সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স (CAPF)-এ যোগ দিতে আবেদন করতে হবে UPSC-র ওয়েবসাইটের মাধ্যমে। ৫মে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ।


গুরুত্বপূর্ণ তারিখ


সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সে চাকরি পেতে আবেদন করতে হবে ১৫ এপ্রিল থেকে। ইতিমধ্যেই শুরু হয়েছে সেই প্রক্রিয়া। upsconline.nic.in সাইটে ঢুকে এই আবেদন করতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৫ মে ২০২১। সন্ধ্যে ৬টা। আবেদনকারী প্রয়োজনে ১২ মে থেকে ১৮ মে সন্ধ্যে ৬টার মধ্যে নিজেদের আবেদন প্রত্যাহার করতে পারেন।


পদ ও যোগ্যতা


সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স (CAPF)-এ অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট পদে যোগ্য প্রার্থী নেওয়া হবে।পুরুষ ও মহিলা দুজনেই এই পদের জন্য আবেদন করতে পারেন।


আবেদনকারীর বয়স


এই ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ২০ থেকে ২৫ বছরের মধ্যে। কোনওভাবেই আবেদনকারীর বয়সের ঊর্ধ্বসীমা যেন ১ অগস্ট ২০২১তারিখে ২৫ বছর হয়ে না যায়। আবেদনকারীর জন্ম তারিখ ২ অগস্ট ১৯৯৬ সালের আগে হতে হবে। আবেদনকারীর বয়সের এই ঊর্ধ্বসীমা কিছু ক্ষেত্রে শিথিল করা হবে। চাকরিপ্রার্থী যদি তফশিলি জাতি ও উপজাতিভুক্ত হন সেক্ষেত্রে তাঁকে ৫ বছরের বয়সের ছাড় দেওয়া হবে। ওবিসি-দের ক্ষেত্রে এই বয়সের শিথিলতার সংখ্যা ৩ বছর।


পরীক্ষার পদ্ধতি


পুরুষ ও মহিলা সবার ক্ষেত্রেই লিখিত পরীক্ষা আবশ্যিক। এরপর একে একে শারীরিক সক্ষমতা ও মেডিক্যাল পরীক্ষা দিতে হবে তাঁদের। এই পর্যায়গুলির পর আসবে পার্সোনালিটি টেস্ট ও ইন্টারভিউ। শেষে ফাইনাল সিলেকশন। এই বিষয়ে লিখিত পরীক্ষা নেওয়া হবে ৮ অগস্ট ২০২১। প্রথম পত্রের পরীক্ষা হবে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত। দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত। ইউপিএসসি-র ওয়েবসাইটে এই বিষয়ে যাবতীয় তথ্য পাওয়া যাচ্ছে। আরও বিস্তারিত তথ্যের জন্য সরকারি ওয়েবসাইটে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখুন।


 


 


Education Loan Information:

Calculate Education Loan EMI