Job News: দ্য নিউ ইন্ডিয়া অ্যাস্যুরেন্স কোম্পানি লিমিটেড (NIACL) দিচ্ছে চাকরির সুযোগ। নিয়োগ করা হবে শিক্ষানবিশ অর্থাৎ Apprentice পদে। NIACL - এর অফিশিয়াল ওয়েবসাইট newindia.co.in - এখানে গিয়ে আবেদন করা যাবে। এই নিয়োগের মাধ্যমে ৫০০ শূন্যপদ পূরণ করা হবে। আবেদনের শেষ দিন ২০ জুন, ২০২৫। অনলাইন পরীক্ষা হবে ২৬ জুলাই, ২০২৫।
আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা এবং বয়স কেমন হওয়া প্রয়োজন
NIACL- এ শিক্ষানবিশ পদে নিযুক্ত হওয়ার জন্য আবেদনকারীদের স্নাতক ডিগ্রি থাকতে হবে যেকোনও বিষয়ে। একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় কিংবা সমতুল্য কোনও প্রতিষ্ঠান, যার অনুমোদন দেবে কেন্দ্রীয় সরকার, এমন জায়গা থেকে স্নাতক ডিগ্রি পেতে হবে আবেদনকারীদের। ০১/০৪/২০২১- এই তারিখে বা তার পরে স্নাতক উত্তীর্ণ হতে হবে আবেদনকারীদের এবং এই নির্দিষ্ট তারিখে কিংবা তার পরে স্নাতক ডিগ্রির সার্টিফিকেট পেতে। ০১/০৪/২০২১- এর আগে স্নাতক উত্তীর্ণরা আবেদন করতে পারবেন না।
অন্যদিকে আবেদনকারীদের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে ১ জুন, ২০২৫ অনুসারে। আবেদনকারীদের জন্ম ০২/০৬/১৯৯৫- এর আগে কিংবা ০১/০৬/২০২৪- এর পরে হওয়া চলবে না।
আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্যদের কীভাবে বেছে নেওয়া হবে, দেখে নিন
অনলাইনে লিখিত পরীক্ষা হবে এবং একটি স্থানীয় ভাষার পরীক্ষা দিতে হবে আবেদনকারীদের। অনলাইনের লিখিত পরীক্ষা অবজেক্টিভ টাইপের হবে। ১০০টি প্রশ্ন থাকবে এবং ১০০ নম্বরের পরীক্ষা হবে। আবেদনকারীরা একটি নির্দিষ্ট রাজ্যের ট্রেনিং সিটের জন্য আবেদন করতে পারবেন। সেই রাজ্যের স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে আবেদনকারীদের। ওই ভাষা লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে। একটি রাজ্যে অনেক ভাষা প্রচলিত থাকে। তার মধ্যে উল্লেখযোগ্য একটি স্থানীয় ভাষায় দক্ষতা থাকলেই চলবে।
অ্যাপ্লিকেশন ফি
জেনারেলদের জন্য অ্যাপ্লিকেশন ফি ৯৪৪ টাকা ধার্য হয়েছে। ওবিসিদেরও এই টাকাই দিতে হবে। মহিলাদের জন্য ৭০৮ টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য হয়েছে। বিশেষভাবে সক্ষমদের দিতে হবে ৪৭২ টাকা অ্যাপ্লিকেশন ফি। অনলাইনেই অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে। অন্য কোনও মাধ্যমে টাকা জমা দেওয়া যাবে না। অনলাইন ছাড়া অন্য কোনও মাধ্যমে এই নিয়োগের জন্য আবেদনও করা যাবে না।
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
Education Loan Information:
Calculate Education Loan EMI