Job News: চাকরির বাজারকে দ্রুত নতুন রূপ দিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। উদ্ভাবনী শক্তি এবং উচ্চ বেতনের কর্মসংস্থানের সুযোগ গড়ে উঠছে ক্রমশ এই কৃত্রিম বুদ্ধিমত্তার হাত ধরেই। ভারতের গুরুগ্রাম এবং বেঙ্গালুরুর মত প্রযুক্তি কেন্দ্র থেকে শুরু করে সিলিকন ভ্যালি, লন্ডন, টোকিওর মত আন্তর্জাতিক কেন্দ্রগুলিতে মেশিন লার্নিং, ডেটা সায়েন্স, রোবোটিক্সে দক্ষ পেশাদারদের চাহিদা ক্রমশ বাড়ছে। গুগল, আমাজন, ওপেন এআই-এর মত প্রযুক্তি জায়ান্টরা লাভজনক বেতন প্যাকেজ অফার করে থাকে। আর এখনকার দুনিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তার চাহিদা অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে।
মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, এআই রিসার্চ সায়েন্টিস্ট, আর এআইতে প্রোডাক্ট ম্যানেজমেন্টের মত চাকরির জন্য উচ্চ প্রযুক্তিগত দক্ষতা, প্রোগ্রামিং আর গণিতের দক্ষতা সবার আগে জরুরি। এই চাকরিগুলি চ্যাটবট, স্বয়ংক্রিয় যানবাহন, ডেটা অ্যানালিসিসের মত ক্ষেত্রগুলিতে বিপ্লব ঘটাচ্ছে। ভারতে প্রতি বছর ৬ লক্ষ টাকা থেকে ৪০ লক্ষ টাকা পর্যন্ত বেতন মিলছে এই সমস্ত চাকরিতে আর অন্যদিকে আন্তর্জাতিক স্তরে ৬৫ হাজার ডলার থেকে ৯ লক্ষ ডলার পর্যন্ত বেতনও রয়েছে এই চাকরিতে। অনেক বড় বড় সংস্থা ২ হাজার কোটি টাকারও বেশি প্যাকেজ অফার করছে প্রার্থীদের।
এআই প্রোডাক্ট ম্যানেজার
এআই ভিত্তিক পণ্য তৈরি করা এবং ব্যবহারকারী ও কারিগরি দলের মধ্যে ব্রিজ হিসেবে কাজ করা। কম্পিউটার সায়েন্স বা ডেটা সায়েন্সে মাস্টার্স করা থাকতে হবে প্রার্থীর। ব্যাঙ্গালোর, মুম্বই, হায়দরাবাদ সহ ভারতের বাইরেও রয়েছে কাজের সুযোগ। এই পদে কাজের ক্ষেত্রে ভারতে বেতন মিলবে বছরে ২০ লক্ষ থেকে ৪০ লক্ষ টাকা আর বাইরের দেশগুলিতে বেতন রয়েছে ১,৪২,৬৪৪ ডলার থেকে শুরু করে ৯ লক্ষ ডলার পর্যন্ত।
মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার
মেশিন লার্নিং মডেল ডিজাইন করা, ডেভেলপ করা এবং ডেটা সায়েন্টিস্ট ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের সঙ্গে সহযোগিতা করা এই পদের লক্ষ্য। এক্ষেত্রেও একই শিক্ষাগত যোগ্যতা দরকার এবং প্রার্থীর প্রোগ্রামিংয়ের উপরে চূড়ান্ত দক্ষতা থাকা দরকার। এই পদের জন্য ৮ লক্ষ টাকা থেকে ২৯ লক্ষ টাকা পর্যন্ত বেতন মিলতে পারে ভারতে।
এআই রিসার্চ সায়েন্টিস্ট
নতুন এআই অ্যালগোরিদম ও মডেল তৈরি করা, অ্যাকাডেমিক প্রতিষ্ঠান ও গবেষণাগারের সঙ্গে গবেষণা করে চলাই এই পদের কাজ। এজন্য প্রার্থীর কম্পিউটার সায়েন্স, গণিত বা সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রি থাকা দরকার। মেশিন লার্নিং, ডিপ লার্নিং এবং স্ট্যাটিস্টিক্সে দক্ষতা থাকা জরুরি। গুগল, আইবিএম, মাইক্রোসফটের মত সংস্থায় এই পদে ভারতে চাকরি হতে পারে আর বাইরের দেশে চাকরি মিলতে পারে ওপেন এআই সংস্থায়। এই পদে ভারতে বেতন হয় ১০ লক্ষ টাকা থেকে ২৫ লক্ষ টাকা বছরে।
কম্পিউটার ভিশন ইঞ্জিনিয়ার
৮ লক্ষ টাকা থেকে ২০ লক্ষ টাকা পর্যন্ত বেতন পাওয়ার সুযোগ রয়েছে এই পদে চাকরির ক্ষেত্রে। বেঙ্গালুরু, পুনে, হায়দরাবাদে চাকরির ক্ষেত্র রয়েছে এই পদের জন্য। একইভাবে এই পদের জন্য আগ্রহী প্রার্থীদের কম্পিউটার সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং-এ ডিগ্রি থাকতে হবে এবং প্রোগ্রামিংয়ের উপরে দক্ষতা থাকতে হবে।
ন্যাচারাল ল্যাঙ্গোয়েজ প্রসেসিং ইঞ্জিনিয়ার
চ্যাটবট, ভয়েস অ্যাসিট্যান্ট, স্পিচ রেকগনিশন সিস্টেম তৈরি করা এই পদের কাজ। মানুষের ভাষা বোঝা এবং প্রক্রিয়া করার জন্য মেশিন লার্নিং ও এনএলপি টুলের ব্যবহার করা হয় এই পদে। কম্পিউটার সায়েন্স, কম্পিউটেশনাল লিঙ্গুইস্টিক্স বা সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি থাকতে হবে প্রার্থীর। ৭ লক্ষ টাকা থেকে ১৮ লক্ষ টাকা পর্যন্ত বেতন হতে পারে এই পদের ক্ষেত্রে। আর বাইরের দেশে এই পদে বেতন রয়েছে ৮৬,১৯৩ ডলার থেকে দেড় লক্ষ ডলার পর্যন্ত।
Education Loan Information:
Calculate Education Loan EMI