চন্দননগর : Udaan - The Flight to Tomorrow’ অনুষ্ঠানের মাধ্যমে পূর্ব ভারতের অন্যতম শীর্ষস্থানীয় কারিগরি ও পেশাগত শিক্ষা প্রতিষ্ঠান সুপ্রিম নলেজ ফাউন্ডেশন (SKF) তাদের যাত্রার এক গুরুত্বপূর্ণ মাইলফলক গড়ল, যেখানে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হল প্রতিষ্ঠানের নতুন লোগো। প্রতিষ্ঠান পেল নতুন পরিচয়।

Continues below advertisement

৬টি বিষয়ের ওপর ২৮টিরও বেশি স্নাতক ও স্নাতকোত্তর কোর্সহুগলির চন্দননগরে ১৫ একর সবুজে ঘেরা ক্যাম্পাসে গড়ে ওঠা SKF বর্তমানে ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি, হেলথ সায়েন্সেস, অ্যানিমেশন ও মাল্টিমিডিয়া, হসপিটালিটি এবং ম্যানেজমেন্ট, এই ছয়টি বিষয়ের ওপর ২৮টিরও বেশি স্নাতক ও স্নাতকোত্তর কোর্স করায়।

শিক্ষার মান, পরিকাঠামো ও প্লেসমেন্ট২০ বছরেরও বেশি শিক্ষাক্ষেত্রের অভিজ্ঞতা, ১০ হাজারেরও বেশি প্রাক্তনী, পাঁচশোর বেশি কর্পোরেট যোগ, শিক্ষার মান, পরিকাঠামো ও প্লেসমেন্ট উৎকর্ষতার জন্য একাধিক স্বীকৃতির মাধ্যমে SKF ভবিষ্যৎ-এর জন্য প্রস্তুত। তারা ছাত্রছাত্রীদের দৃঢ় মূল্যবোধে ও বাস্তব দক্ষতাসম্পন্ন পেশাদার গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

Continues below advertisement

কী হয়েছে অনুষ্ঠানেসারাদিনব্যাপী এই অনুষ্ঠানটি SKF ক্যাম্পাস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এতে ১,০০০-এরও বেশি শিক্ষার্থী, শিক্ষক, প্রাক্তনী ও সহযোগী সংস্থার প্রতিনিধিরা অংশ নিয়েছেন। ‘Udaan - The Flight to Tomorrow’ নামের এই অনুষ্ঠানটি প্রতিষ্ঠানের এক নতুন অধ্যায়ের প্রতীক হয়ে ওঠে। এখানে উন্মোচিত হয়েছে SKF-এর নতুন লোগো, “Tomorrow. Created Today.” এটি শুধুমাত্র একটি ভিজ্যুয়াল পরিবর্তন নয়, বরং শিক্ষাক্ষেত্রে পরিবর্তনের পথপ্রদর্শক হয়ে ওঠার SKF-এর দৃঢ় সংকল্পের প্রতিফলন। জ্ঞানের প্রথম দ্বার তথা একটি বইয়ের রূপে অনুপ্রাণিত এই লোগো বিস্তৃত শিক্ষার পরিসর, উন্মুক্ত মনন ও সীমাহীন সম্ভাবনার প্রতীক। লোগোতে ব্যবহৃত গাঢ় লাল রঙ শক্তি, আবেগ, উৎকর্ষতা এবং জ্ঞানান্বেষণে তৎপরতা-কে ব্যাখা করে।

অনুষ্ঠানের বিষয়ে কী বললেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান নতুন পরিচয়ের দর্শন ব্যাখ্যা করতে গিয়ে সুপ্রিম নলেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান শ্রী বিজয় গুহ মল্লিক বলেন, “এই লোগো শুধুমাত্র একটি প্রতীক নয়, এটি আমরা কেমন হতে চাই তার একটি ঘোষণা। বই থেকে অনুপ্রাণিত এই রূপ বিস্তৃত শিক্ষার প্রতীক, যেখানে মনের দরজা খুলে যায়, প্রশ্নের জন্ম হয় এবং সম্ভাবনা বহুগুণে বৃদ্ধি পায়। গাঢ় লাল রঙ আমাদের উচ্চাকাঙ্ক্ষা, গতিশীলতা ও উৎকর্ষতার প্রতি অঙ্গীকারের প্রতিফলন। SKF-এ শিক্ষা পরিবর্তনের অনুসারী নয়, বরং পরিবর্তনের নেতৃত্ব দেবে।”

ভাইস চেয়ারম্যানের মতে..একই ভাবধারায় ভাইস চেয়ারম্যান ড. সৌম্য গুহ মল্লিক বলেন, “উড়ান মানে গতি, আকাঙ্ক্ষা ও আত্মবিশ্বাস। আমাদের নতুন পরিচয় এই বিশ্বাসকে প্রতিফলিত করে যে শিক্ষার্থীরা শুধু ডিগ্রি অর্জন করবে না, বরং চিন্তা করতে, প্রশ্ন তুলতে, সহযোগিতা করতে এবং বাস্তব জীবনের সমস্যার সমাধান খুঁজে নিতে শিখবে। এই রূপান্তর শিক্ষার্থীদের আগামীর পৃথিবীর জন্য প্রস্তুত করার আমাদের অঙ্গীকারেরই প্রতিফলন।”

ভাইস প্রেসিডেন্টের ভাবনাশিক্ষার্থী-কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি তুলে ধরে ভাইস প্রেসিডেন্ট দেবেশী গুহ মল্লিক বলেন, “আমাদের ক্যাম্পাস শিক্ষার্থীদের জন্য বাড়ির বাইরে আরেকটি বাড়ি। এই নতুন লোগো উষ্ণতা, শক্তি ও উদ্দেশ্যের প্রকাশ। এটি প্রতিটি শিক্ষার্থীকে জানায়, এটাই সেই জায়গা, যেখানে তুমি এগিয়ে যাবে, এখানেই তোমার ভবিষ্যৎ রূপ নেবে, এবং এখানেই আজ তোমাদের আগামীকাল তৈরি হবে।”

প্রতিষ্ঠানের দাবিSKF-এর মূল দর্শন আজও অপরিবর্তিত, শিক্ষা মানে শুধু স্নাতক তৈরি করা নয়, বরং জীবনের জন্য প্রস্তুত মানুষ গড়ে তোলা। এই অঞ্চলের শিক্ষাক্ষেত্রে পরিবর্তনের ধারক হিসেবে SKF চিন্তাশীল মানুষ, সহযোগী মানসিকতা ও দায়িত্বশীল নাগরিক তৈরি করতে বিশ্বাসী। শিক্ষকদের-পরামর্শ, প্রজেক্টভিত্তিক শিক্ষা, ইন্ডাস্ট্রির সঙ্গে পরিচিতি, সামগ্রিক ক্যাম্পাস জীবন, প্লেসমেন্টের সুযোগ এবং অন্তর্ভুক্তিমূলক মূল্যবোধের মাধ্যমে SKF ছাত্রছাত্রীদের কৌতূহল, আত্মবিশ্বাস ও চরিত্র গঠনে নিরলসভাবে কাজ করে চলেছে। ‘Udaan - The Flight to Tomorrow’-এর মাধ্যমে এই নতুন অধ্যায়ে পৌঁছে সুপ্রিম নলেজ ফাউন্ডেশন আবারও তাদের লক্ষ্য পুনরায় ঘোষণা করল। তাঁদের উদ্দেশ্য, অগ্রগতি ও আবেগের সঙ্গে শিক্ষার নেতৃত্ব দেওয়া, শুধু কেরিয়ার নয়, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ে তোলা।

(মনে রাখবেন, প্রতিবেদনে দেওয়া তথ্য প্রতিষ্ঠানের দাবি। এতে এবিপি লাইভের সম্পাদকীয় মতামত নেই ।)


Education Loan Information:

Calculate Education Loan EMI