নয়াদিল্লি: বাধ্যতামূলক নয় পিএইচডি। এবার কলেজ–বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে আবেদনের জন্য মাপকাঠি বেঁধে দিল ইউজিসি। ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (NET), স্টেট এলিজিবিলিটি টেস্ট(SET), পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই সংশ্লিষ্ট পদে আবেদন করা যাবে। জানিয়ে দিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।

 

আবেদনের মাপকাঠি বেঁধে দিল ইউজিসি: ট্যুইট করে ইউজিসি জানিয়েছে, সহকারী অধ্যাপক হিসাবে নিয়োগের জন্য ন্যূনতম যোগ্যতামান পিএইচডি ১ জুলাই ২০২৩ থেকে ঐচ্ছিক৷ NET/SET/SLET মতো পরীক্ষায় উত্তীর্ণ হলে সরাসরি ওই পদে আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট চাকরিপ্রার্থী। কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগের জন্য ২০১৮ সালের রেগুলেশন সংশোধন করা হয়েছে বলে জানিয়েছে ইউজিসি। সংশ্লিষ্ট সংশোধন ১ জুলাই থেকে কার্যকর করা হচ্ছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। সহকারী অধ্যাপক পদে আবেদনের জন্য ন্যূনতম যোগ্যতামান পিএইচডি ঐচ্ছিক তা জানিয়েছেন ইউজিসি-র চেয়ারম্যান এম জগদেশ কুমার।

এদিকে বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস লিমিটেড (BCPL)-এ কোম্পানি সেক্রেটারি পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রার্থীদের চুক্তিভিত্তিক নিয়োগের (Jobs In Bengal)ভিত্তিতে চাকরি দেবে সংস্থা। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নিচে দেওয়া নির্ধারিত ফরম্যাটের মাধ্যমে অফলাইনে আবেদন করতে পারেন। 

নিয়োগ বিজ্ঞপ্তি নং. PER/0106/2023-2024/1। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য বিশদ বিবরণ চাকরিপ্রার্থীর স্বার্থে নিচে দেওয়া হল।

Jobs In Bengal: বিসিপিএল কলকাতা নিয়োগ ২০২৩পদের নাম                                                                                   বয়সসীমাকোম্পানি সচিব                                                                           সর্বোচ্চ ৪৫ বছর

BCPL Recruitment 2023: শিক্ষাগত যোগ্যতাযে প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক তাদের স্নাতক সহ ICSI থেকে যোগ্য কোম্পানি সচিব হতে হবে।

Jobs In Bengal: বেতন কাঠামোপদের নাম                                                                                      বেতনকোম্পানি সচিব                                                                              বেতন ৫০,০০০ টাকা

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: Oral Health: কতবার দাঁত মাজলে দূরে থাকবে হৃদরোগ? কী বলছে গবেষণা?


Education Loan Information:

Calculate Education Loan EMI