কলকাতা: মনোবিদ্যা (Clinical Psychology) ও মনোসমাজবিদ্যায় (Psychiatric Social Work) এখনই এমফিল কোর্স তুলে দেওয়া হচ্ছে না। তোলার আগে আরও দুই বছর সময় দিল ইউজিসি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (University Grant commission) তরফে ৩০ জানুয়ারি একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানেই সাইকোলজি ওসাইকিয়াট্রিক সোশ্যল ওয়ার্কের জন্য এমফিল চালু রাখার কথা বলা হয়েছে। কমিশন জানিয়েছে ২০২৫-২৬ সাল পর্যন্ত এই দুটি বিষয়ে কোর্স চালু রাখা হবে। স্বাস্থ্য পরিষেবায় বড় ভূমিকা রয়েছে মনোবিদ ও মনোসমাজবিদদের। সেই ভূমিকার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিল ইউজিসি। 


জাতীয় শিক্ষানীতির জের


২০২০ সালে জাতীয় শিক্ষানীতি (National Education Policy 2020) পাশ করে বর্তমান কেন্দ্রীয় সরকার। তার পরেই স্নাতক স্তরে চার বছর আর স্নাতকোত্তর স্তরে দুই বছরের কোর্সের কথা বলে ইউজিসি (UGC)। সেই কোর্সের ভিত্তিতে বদল আসে মাস্টার্সের পরবর্তী পড়াশোনার কাঠামোয়। পিএইচডি সংক্রান্ত একটি নিয়মবিধি জারি করেছিল ইউজিসি। সেখানে বলা হয় ২০২২ সালের ৭ নভেম্বর থেকে এমফিল কোর্স (MPhil Course) বন্ধ করে দেওয়া হবে। এর পর থেকে ইউজিসি এই কোর্সকে আর বৈধতা দেবে না। কোর্স বন্ধ করতে হবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়কেও। কিন্তু তখনও সেভাবে পড়ুয়ারা জানতে পারেনি বিষয়টি।


ডিসেম্বরেই ছিল অন্য সুর 


এর পর গত ডিসেম্বরে এমফিল কোর্সকে অবৈধ বলে ঘোষণা করে ইউজিসি। এই কোর্স এখন করলে কোনও লাভ নেই বলেও জানায় ইউজিসি। পড়ুয়াদের সতর্ক করা হয় এই ব্যাপারে। ২০২০ সালের জাতীয় শিক্ষানীতি অনুযায়ী এই ঘোষণা করে ইউজিসি। এই ঘোষণার পরেই বিপাকে পড়ে ক্লিনিকাল সাইকোলজির পড়ুয়ারা, কারণ ভর্তি স্থগিত হয়ে যায় কলকাতাসহ একাধিক বিশ্ববিদ্যালয়ে। 


কী বলা হয়েছে বিজ্ঞপ্তিতে ?


৩০ জানুয়ারি জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২২ সালের ৭ নভেম্বরই এই কোর্স বন্ধকরার কথা জানিয়েছিল  ইউজিসি। জাতীয় শিক্ষানীতি ২০২০ মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু ক্লিনিকাল সাইকোলজিস্ট ও সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কারদের স্বাস্থ্য পরিষেবায় বড় ভূমিকা রয়েছে। একই সঙ্গে তাদের জন্য এমফিল কোর্সটাও গুরুত্বপূর্ণ (এই দুটি বিষয়ের এমফিল কোর্সকে স্বীকৃতি দেয় রিহ্যাবিলিটেশন কাউন্সিল অব ইন্ডিয়া বা আরসিআই)। তাই তাদের কথা ভেবেই সিদ্ধান্তে বদল আনা হয়েছে। আগামী দুই বছর অর্থাৎ ২০২৫-২৬ শিক্ষাবর্ষ পর্যন্ত এই বিষয়টিতে ভর্তি হওয়া যাবে।


আরও পড়ুন - Railway Jobs 2024: প্রায় ৩০০০ পদে শিক্ষানবিশ নিয়োগ করবে রেল, কোথায় কীভাবে আবেদন ?


Education Loan Information:

Calculate Education Loan EMI