UGC NET 2024 June Application: চলতি বছরের ইউজিসি নেপ পরীক্ষার প্রথম পর্ব হওয়ার পর রেজাল্টও ঘোষণা হয়ে গিয়েছে। এবারে দ্বিতীয় পর্বের প্রস্তুতি‌। আগামী জুন মাসে নেট পরীক্ষার দ্বিতীয় রাউন্ড অনুষ্ঠিত হতে চলেছে। ভোটের পরেই অনুষ্ঠিত হবে পরীক্ষা। সহকারী অধ্যাপক ও রিসার্চ ফেলো নির্বাচন করা হয় এই পরীক্ষার মাধ্যমে। খুব শীঘ্রই নেটের জুন সাইকেলের পরীক্ষার ফর্ম প্রকাশিত হতে পারে। গত ২৭ মার্চ এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে ইউজিসি। রেজিস্ট্রেশন করতে কী লাগবে, কীই বা যোগ্যতা। বিশদে জেনে নিন এই প্রতিবেদনে।


কবে নেট পরীক্ষার ফর্ম প্রকাশ ?


২৭ মার্চের ওই বিজ্ঞপ্তি অনুযায়ী খুব শীঘ্রই ন্যাশনাল টেস্টিং এজেন্সি নেট পরীক্ষার রেজিস্ট্রেশন শুরু করবে। গত কয়েক বছরের রীতি অনুযায়ী, জুন সেশনের নেট পরীক্ষার জন্য এপ্রিল থেকেই রেজিস্ট্রেশন শুরু হয়েছে। চলতি বছরেও তেমনটাই হবে বলে খবর একাধিক জাতীয় সংবাদমাধ্যম সূত্রের। সেই মাফিক আগামী সপ্তাহের কোনও একটা দিনে প্রকাশিত হতে পারে নেট পরীক্ষার রেজিস্ট্রেশন ফর্ম।


ইউজিসি নেট পরীক্ষার খুঁটিনাটি


ইউজিসি নেট পরীক্ষার প্রতি বছর দুবার করে আয়োজন করা হয়। মোট ৮৩টি বিষয়ের উপরে এই পরীক্ষা নেওয়া হয়। আগে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ সিবিএসই ইউজিসি-র তরফে নেট পরীক্ষা আয়োজন করত। পরে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এই পরীক্ষা আয়োজনের দায়িত্ব পায়। জুন মাসের নেট পরীক্ষা সাধারণত ১০ জুন থেকে ২১ জুনের মধ্যে আয়োজিত হয়। চলতি বছরেও তেমনটাই করা হবে বলে মনে করা হচ্ছে‌। ফলে এপ্রিল মাসের আগামী সপ্তাহে প্রকাশিত হতে পারে এর পরীক্ষার রেজিস্ট্রেশন ফর্ম। 


আবেদনের যোগ্যতা ও পরীক্ষার ধরন


নেট পরীক্ষায় আবেদনের জন্য প্রার্থীকে অন্তত ৫৫ শতাংশ নম্বর নিয়ে মাস্টার্স ডিগ্রি পাস করতে হবে। চলতি বছর মাস্টার্সের ফাইনাল পরীক্ষা দিচ্ছে এমন  পরীক্ষার্থীরা নেট পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। ইউজিসি নেট পরীক্ষায় সাধারণত দুটো পেপারে পরীক্ষা হয়। প্রথম পত্রে ১০০ নম্বরের ৫০টি প্রশ্ন থাকে। দ্বিতীয় পত্রে ২০০ নম্বরের ১০০টি প্রশ্ন থাকে‌। প্রতিটি পরীক্ষার জন্য তিন ঘন্টা সময় বরাদ্দ করা হয়।


ডিসক্লেইমার: এই তথ্যাদি পরামর্শস্বরূপ পড়ুয়া/পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু দেওয়া। তাঁদের কাছে একান্ত অনুরোধ অবশ্যই সংশ্লিষ্ট ওয়েবসাইট/নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন।


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন - UPSC Aspirant Story: ১০ বারের চেষ্টায় ৪ বার ইন্টারভিউ, তবুও UPSC-তে ব্যর্থ! কেন থামতে নারাজ কুণাল


Education Loan Information:

Calculate Education Loan EMI