UGC NET 2025: ন্যাশনাল টেস্টিং এজেন্সি অর্থাৎ এনটিএ-র তরফ থেকে ইউজিসি নেট জুন ২০২৫-এর জন্য অনলাইন আবেদনের সময়সীমা (UGC NET June 2025) বাড়ানো হয়েছে। অর্থাৎ আগের থেকে আবেদনের শেষদিন বর্ধিত করা হয়েছে। প্রার্থীরা এবার আগামী ১৩ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত জুনের নেটের জন্য আবেদন করতে পারবেন অনলাইনে। ছাত্র-ছাত্রীদের দাবি মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়ছে।
নতুন সূচি জারি করেছে ইউজিসি
ইউজিসির ২০২৫ সালের জুন সার্কলের নেটের জন্য নতুন সূচি জারি করেছে। এই সূচি অনুযায়ী আগ্রহী প্রার্থীদের জন্য যেমন দাবি মেনে আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে, তেমনি বাড়ানো হয়েছে আবেদনের ফি জমা দেওয়ার সময়সীমাও। এখন থেকে আগ্রহী প্রার্থীরা (UGC NET June 2025) আগামী ১২ মে ২০২৫ রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে জুনের নেটের জন্য আবেদন করতে পারবেন এবং আবেদনের ফি জমা দেওয়া যাবে ১৩ মে ২০২৫ রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে। এরপরে আবেদনপত্রে কোনও ভুল থেকে থাকলে কারেকশন উইন্ডো খুলবে ১৪ মে থেকে ১৫ মে ২০২৫ পর্যন্ত। এর মধ্যেই আবেদনের ভুল সংশোধন করে জমা দিতে হবে। আগ্রহী প্রার্থীরা সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন ugcnet.nta.ac.in ওয়েবসাইটে গিয়ে।
কীভাবে পূরণ করবেন আবেদনপত্র
প্রথমেই আগ্রহী আবেদনকারীদের (UGC NET June 2025) যেতে হবে ইউজিসি নেটের অফিসিয়াল ওয়েবসাইট ugcnet.nta.ac.in-এ।
এরপরে রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করতে হবে, আর তাতে লগইন তথ্য বসিয়ে দিতে হবে।
ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত তথ্য, যোগাযোগের তথ্য বসিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে।
এরপরে ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে নির্দিষ্ট নিয়ম মেনে।
আবেদনের ফি জমা করার পরেই একমাত্র আপনার আবেদন গৃহীত হবে।
কারা করতে পারবেন আবেদন
মূলত তিনটি স্টেজের বা ধাপের জন্য ইউজিসি নেট পরীক্ষা আয়োজিত হয়ে থাকে।
প্রথমত জুনিয়র রিসার্চ ফেলোশিপ এবং সহকারী অধ্যাপক পদের জন্য।
কেবলমাত্র সহকারী অধ্যাপক পদের জন্য এবং শুধুমাত্র পিএইচডি ডিগ্রিতে নাম নথিভুক্ত করানোর যোগ্যতা হিসেবে।
এই পরীক্ষা প্রার্থীর যোগ্যতা নির্ণয় করে কোনও প্রতিষ্ঠানে শিক্ষকতা করা কিংবা গবেষণা করার জন্য।
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
Education Loan Information:
Calculate Education Loan EMI