UGC Showcause to Medical Colleges: ১৮টি মেডিকেল কলেজকে শো-কজ নোটিশ পাঠাল ইউজিসি। র‍্যাগিং-বিরোধী আইনবিধি লঙ্ঘনের (Medical College) কারণে এই শো-কজ নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার এই মেডিকেল কলেজগুলির আধিকারিকরা (Anti Ragging) এই তথ্য জানিয়েছেন। এগুলির মধ্যে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কলেজগুলি। বাংলারও কলেজ (UGC Showcause) রয়েছে এই তালিকায়। এছাড়া রয়েছে দিল্লি, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, অসম, পুদুচেরি ইত্যাদি রাজ্যের কলেজও।


র‍্যাগিং বিরোধী নিয়ম লঙ্ঘনের অভিযোগ 


পিটিআই সংবাদমাধ্যমকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (UGC Showcause) সচিব মণীশ যোশী জানিয়েছেন, '২০০৯ সালের র‍্যাগিং বিরোধী নিয়ম লঙ্ঘন করেছে এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি। র‍্যাগিং বন্ধ করার উদ্দেশ্যে যে অভিযান চালানো হয়েছে তাতে এই কলেজগুলি এই নীতি মানতে না পারায় শো-কজ পাঠানো হয়েছে। এই বিধি অনুযায়ী ছাত্র-ছাত্রীদের থেকে অ্যান্টি র‍্যাগিং আন্ডারটেকিং সংগ্রহই করতে পারেনি এই সমস্ত কলেজগুলি।'


২৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন একটি সার্কুলার (Anti Ragging) জারি করে জানিয়েছে সমস্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিকে ক্যাম্পাসে কঠোরভাবে র‍্যাগিং বিরোধী পদক্ষেপ চালু করার নির্দেশ দিয়েছিল। এই সার্কুলারেও এও সতর্ক করা ছিল যে এই ধরনের নিয়মবিধি লঙ্ঘনে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। কোনও প্রতিষ্ঠান যদি র‍্যাগিং নিয়ন্ত্রণে এই বিধি মানতে না পারে বা র‍্যাগিং ঘটলে দোষীদের যথাযোগ্য সাজা না দিতে পারে তাহলে সেই প্রতিষ্ঠানকেও কড়া পদক্ষেপের সম্মুখীন হতে হবে।


আগেই দেওয়া হয়েছিল নির্দেশিকা 


ইউজিসির তরফ থেকে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে (Anti Ragging) বলা হয়েছে র‍্যাগিং বিরোধী স্কোয়াড ও কমিটি তৈরি করার জন্য, সংশ্লিষ্ট র‍্যাগিং বিরোধী সেল গঠনের জন্য, এমনকী বিশেষ স্থানে সিসিটিভি ক্যামেরা লাগানোর নির্দেশও দেওয়া হয়েছিল প্রতিষ্ঠানগুলিকে। র‍্যাগিং দূর করার জন্য প্রয়োজনে সেমিনার, ওয়ার্কশপ আয়োজন করা, লাইব্রেরি, ক্যান্টিন, হস্টেল, অ্যাডমিশন সেন্টারে র‍্যাগিং বিরোধী পোস্টার লাগানোর নির্দেশ রয়েছে এই বিধিতে।


কলেজের থেকে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে


এই নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যেই কলেজগুলিকে (UGC Showcause) লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এই ব্যাখ্যায় বিধি লঙ্ঘনের কারণ এবং অবস্থা সামাল দেওয়ার জন্য কী কী পদক্ষেপ করা হচ্ছে তার বিশদ বিবরণ জানাতে বলা হয়েছে।


আরও পড়ুন: Gold Price: সপ্তাহান্তে সোনা কিনতে কমবে খরচ ? আজকের রেটচার্ট কী বলছে ?


Education Loan Information:

Calculate Education Loan EMI