নয়াদিল্লি: স্পেশ্যালিস্ট অফিসার পদে নিয়োগ করছে Union Bank Of India। ৩৪৭টি ম্যানেজার পদে হবে এই নিয়োগ। ইচ্ছুক চাকরিপ্রার্থীদের রেজিস্ট্রেশনের জন্য আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
দেশের ব্যাঙ্কিং চিত্রের দিকে তাকালে দেখা যাবে, পাবলিক সেক্টর ব্যাঙ্ক হিসাবে সুনাম রয়েছে Union Bank Of India-র। ইতিমধ্যেই ব্যাঙ্কে স্পেশ্যালিস্ট অফিসার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে কর্তৃপক্ষ। যার মধ্যে রয়েছে নীচে লেখা পদগুলি।
কোন কোন পদে নিয়োগ করবে ব্যাঙ্ক ?
১ সিনিয়র ম্যানেজার (রিস্ক)
২ ম্যানেজার (রিস্ক)
৩ ম্যানেজার (সিভিল ইঞ্জিনিয়ার)
৪ ম্যানেজার (আর্কিটেক্ট)
৫ ম্যানেজার (ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার)
৬ ম্যানেজিং (প্রিন্টিং টেকনোলজিস্ট)
৭ ম্যানেজার (ফোরেক্স)
৮ ম্যানেজার (চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট)
৯ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (টেকনিক্যাল অফিসার)
১০ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ফোরেক্স)
এই ব্যাঙ্কে নিয়োগের ক্ষেত্রে রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত। নিয়োগের রেজিস্ট্রেশন লিঙ্ক unionbankofindia.co.in/english/recruitment.aspx.
Union Bank Of India-র নিয়োগের কিছু গুরুত্বপূর্ণ তারিখ
১ নিয়োগের রেজিস্ট্রেশন শুরু হয়েছে ১২ অগাস্ট ২০২১ থেকে।
২ নিয়োগের রেজিস্ট্রেশনের শেষ তারিখ ৩ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত।
৩ রেজিস্ট্রেশনের ত্রুটি ঠিক করার শেষ তারিখ ৩ সেপ্টেম্বর ২০২১।
৪ চাকরিপ্রার্থীর আবেদনপত্রের প্রিন্টআউট নেওয়ার শেষ তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২১।
৫ অনলাইন ফি জমা দেওয়ার তারিখ ১২ অগাস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত।
ব্যাঙ্কের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিয়োগের দিন থেকে ২ বছর 'প্রোব্যাশন পিরিয়ডে' থাকতে হবে বাছাই প্রার্থীকে। অনলাইন পরীক্ষা ছাড়াও গ্রুপ ডিসকাশন ইন্টারভিউয়ের মাধ্যমে হবে এই বাছাই প্রক্রিয়া। তবে এসবই চাকরিপ্রার্থীদের আবেদনের সংখ্যার ওপর নির্ভর করছে। এ বিষয়ে ব্যাঙ্কের সিদ্ধান্ত চূ়ড়ান্ত বলে গণ্য করা হবে।
কোনও কারণে বাছাই প্রক্রিয়ায় অনলাইন পরীক্ষা না হলে গ্রুপ ডিসকাশন ও পার্সোনাল ইন্টারভিউয়ের ভিত্তিতেই প্রার্থী নিয়োগ হবে। সেক্ষেত্রে দু'টো ধাপের নম্বর নির্ধারণ করবে চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ।SC/ST/OBC/EWS/GEN শ্রেণির জন্য নিয়োগের ক্ষেত্রে কিছু শিথিলতা রয়েছে। এ বিষয়ে বিশদে জানতে unionbankofindia.co.in দেখতে হবে।
Education Loan Information:
Calculate Education Loan EMI