নয়াদিল্লি: স্পেশ্যালিস্ট অফিসার পদে নিয়োগ করছে Union Bank Of India। ৩৪৭টি ম্যানেজার পদে হবে এই নিয়োগ। ইচ্ছুক চাকরিপ্রার্থীদের রেজিস্ট্রেশনের জন্য আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।


দেশের ব্যাঙ্কিং চিত্রের দিকে তাকালে দেখা যাবে, পাবলিক সেক্টর ব্যাঙ্ক হিসাবে সুনাম রয়েছে Union Bank Of India-র। ইতিমধ্যেই ব্যাঙ্কে স্পেশ্যালিস্ট অফিসার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে কর্তৃপক্ষ। যার মধ্যে রয়েছে নীচে লেখা পদগুলি।  


কোন কোন পদে নিয়োগ করবে ব্যাঙ্ক ?


সিনিয়র ম্যানেজার (রিস্ক)
ম্যানেজার (রিস্ক)
ম্যানেজার (সিভিল ইঞ্জিনিয়ার)
ম্যানেজার (আর্কিটেক্ট)
ম্যানেজার (ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার)
ম্যানেজিং (প্রিন্টিং টেকনোলজিস্ট)
ম্যানেজার (ফোরেক্স)
ম্যানেজার (চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট)
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (টেকনিক্যাল অফিসার)
১০ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ফোরেক্স)


এই ব্যাঙ্কে নিয়োগের ক্ষেত্রে রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত। নিয়োগের রেজিস্ট্রেশন লিঙ্ক unionbankofindia.co.in/english/recruitment.aspx.


Union Bank Of India-র নিয়োগের কিছু গুরুত্বপূর্ণ তারিখ


নিয়োগের রেজিস্ট্রেশন শুরু হয়েছে ১২ অগাস্ট ২০২১ থেকে।
নিয়োগের রেজিস্ট্রেশনের শেষ তারিখ ৩ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত।
রেজিস্ট্রেশনের ত্রুটি ঠিক করার শেষ তারিখ ৩ সেপ্টেম্বর ২০২১।
চাকরিপ্রার্থীর আবেদনপত্রের প্রিন্টআউট নেওয়ার শেষ তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২১।
অনলাইন ফি জমা দেওয়ার তারিখ ১২ অগাস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত।


ব্যাঙ্কের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিয়োগের দিন থেকে ২ বছর 'প্রোব্যাশন পিরিয়ডে' থাকতে হবে বাছাই প্রার্থীকে। অনলাইন পরীক্ষা ছাড়াও গ্রুপ ডিসকাশন ইন্টারভিউয়ের মাধ্যমে হবে এই বাছাই প্রক্রিয়া। তবে এসবই চাকরিপ্রার্থীদের আবেদনের সংখ্যার ওপর নির্ভর করছে। এ বিষয়ে ব্যাঙ্কের সিদ্ধান্ত চূ়ড়ান্ত বলে গণ্য করা হবে। 


কোনও কারণে বাছাই প্রক্রিয়ায় অনলাইন পরীক্ষা না হলে গ্রুপ ডিসকাশন ও পার্সোনাল ইন্টারভিউয়ের ভিত্তিতেই প্রার্থী নিয়োগ হবে। সেক্ষেত্রে দু'টো ধাপের নম্বর নির্ধারণ করবে চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ।SC/ST/OBC/EWS/GEN শ্রেণির জন্য নিয়োগের ক্ষেত্রে কিছু শিথিলতা রয়েছে। এ বিষয়ে বিশদে জানতে unionbankofindia.co.in দেখতে হবে।


Education Loan Information:

Calculate Education Loan EMI