কলকাতা: ইউনাইটেড ইন্ডিয়া ইনসুরেন্সের (United India Insurance) অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদে নিয়োগ প্রক্রিয়া চলছে। ১৩ ফেব্রুয়ারি এই নিয়োগের লিখিত পরীক্ষা। এবার সেই পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড প্রকাশ করা হল। ইউনাইটেড ইন্ডিয়া ইনসুরেন্সে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার  (স্কেল ১) জেনারেলিস্ট পদের নিয়োগ চলছে এটি। যাঁরা এই পরীক্ষা দিতে চলেছেন, তাদের জন্য অ্যাডমিট কার্ড জেনারেট করল সংস্থা।


কীভাবে ডাউনলোড করবেন ?



  • প্রথমে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

  • সেখানে হোমপেজের একেবারে নিচে চলে যেতে হবে।

  • এরপর কেরিয়ার ট্যাবের মধ্যে রিক্রুটমেন্ট অপশনে যেতে হবে।

  • পরের ধাপে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদে নিয়োগের অপশন বেছে নিতে হবে।

  • সেটি এক্সপ্যান্ড করলেই অ্যাপ্লাই অনলাইনের অপশন আসবে।

  • তাতে ক্লিক করলেই লগইন তথ্য চেয়ে একটি উইন্ডো খুলে যাবে।

  • লগইন করে নিজের তথ্য দিলেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে। 

  • পরীক্ষার জন্য সেটি প্রিন্ট করে নিতে হবে।


অনলাইন পরীক্ষায় কোন বিষয়ে কত বরাদ্দ (United India Insurance online examination) ?


মোট পাঁচটি পরীক্ষা নেওয়া হবে অনলাইনে। সব মিলিয়ে মোট নম্বর থাকবে ২০০। সময় থাকবে দুই ঘন্টা। বিষয় থাকবে রিজনিং, ইংরেজি ভাষা, কোয়ানটেটিভ অ্যাপটিটিউড, জেনারেল অ্যাওয়ারনেস (এর মধ্যে আর্থিক পরিষেবা সংক্রান্ত প্রশ্ন বেশি থাকবে) ও কম্পিউটার লিটেরেসি। 



  • রিজনিংয়ের জন্য ৫০টি প্রশ্ন থাকবে। এক নম্বর করে মোট ৫০ নম্বর বরাদ্দ এই অংশের জন্য।

  • ইংরেজি ভাষার জন্য ৪০টি প্রশ্ন থাকবে। এক নম্বর করে মোট ৪০ নম্বর বরাদ্দ এই অংশের জন্য।

  • কোয়ানটেটিভ অ্যাপটিটিউডের জন্য ৫০টি প্রশ্ন থাকবে। এক নম্বর করে মোট ৫০ নম্বর বরাদ্দ এই অংশের জন্য।

  • জেনারেল অ্যাওয়ারনেসের জন্য ৪০টি প্রশ্ন থাকবে। এক নম্বর করে মোট ৪০ নম্বর বরাদ্দ এই অংশের জন্য।

  • কম্পিউটার লিটেরেসির জন্য ২০টি প্রশ্ন থাকবে। এক নম্বর করে মোট ২০ নম্বর বরাদ্দ এই অংশের জন্য।


পরীক্ষায় থাকবে নেগেটিভ মার্কিং 


প্রতি চারটে প্রশ্নের ভুলের জন্য এক নম্বর করে কাটা হবে। কোনও প্রশ্নের উত্তর না দিলে তার জন্য কোনও নম্বর কাটা হবে না।


কীভাবে নম্বর হিসেব করা হবে ?


মোট ঠিক উত্তরের নম্বর থেকে ভুল উত্তরের জন্য কাটা নম্বর বিয়োগ করা হবে। এর পর প্রতিটা টেস্টের স্কোর ও মোট স্কোর হিসেব করা হবে। সেই স্কোর দুই দশমিক সংখ্যা পর্যন্ত হিসেব করা হবে। তার ভিত্তিতেই পরবর্তী ধাপের নির্বাচন প্রক্রিয়া হবে।


আরও পড়ুন - Madhyamik Exam 2024: প্রশ্নপত্রের ছবি তোলায় বাতিল ২ মাধ্যমিক পরীক্ষার্থীর উত্তরপত্র


Education Loan Information:

Calculate Education Loan EMI