কলকাতা: স্তন ক্যানসারের চিকিৎসা এবার আরও সহজ হতে পারে। স্তন ক্যানসার বার বার ফিরে আসার আশঙ্কা থাকে। ক্যানসারের এই বারবার ফিরে আসা মারাত্মক। এই ঘটনা আটকে দিতে পারে একটি বিশেষ প্রোটিন। সম্প্রতি তেমন একটি প্রোটিনের খোঁজ পেলেন বিজ্ঞানীরা। 


স্তন ক্যানসার হলে একটি বিশেষ ধরনের প্রোটিন দেখা যায়। এর পরিমাণ শরীরে বেড়ে যায়। এই প্রোটিনকেই নিস্ক্রিয় করে দেওয়া যায়। তা করা গেলে এই রোগের আবার ফিরে আসা আটকানো যেতে পারে। 


কী সেই প্রোটিন ?


সিএনআরএস-এ ফ্রান্স ও আমেরিকার বিজ্ঞানীরা যৌথভাবে এই গবেষণা করেন। সেল বায়োলজি জার্নালে সেটি প্রকাশিত হয়েছে। স্তন ক্যানসারের আবার ফিরে আসাকে মেটাস্ট্য়াসিস বলে। এই মেটাস্ট্যাসিস প্রক্রিয়ার আসল কারণও শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। সেটি আসলে খোঁজ পাওয়া নতুন প্রোটিন। সেটির নাম এসএমওয়াইডি২। দেখা গিয়েছে, এই প্রোটিনের পরিমাণ যত বাড়ছে, ততই ব্রেস্ট ক্যানসারের হার বাড়ছে। 


ইঁদুরের উপর পরীক্ষা


এই নিয়ে ইঁদুরের উপর পরীক্ষা করেও দেখেছেন বিজ্ঞানীরা। স্টেজ ওয়ান ক্যানসার রয়েছে, এমন ইঁদুরদের শরীরে এই প্রোটিন ঢোকানো হয়। দেখা গিয়েছে, চিকিৎসা না করলে এসএমওয়াইডি২ প্রোটিনের হার বাড়ছে। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ক্যানসার। অন্যদিকে দেখা গিয়েছে, চিকিৎসা করলে এই বৃদ্ধি প্রতিরোধ করা গিয়েছে।


বিপজ্জনক ক্যানসারেই বেশি ! 


স্তন ক্যানসার নানারকমের হয়ে থাকে। সব ক্যানসার বারবার হয় না। যে ক্যানসার বারবার হয়, সেগুলি বিপজ্জনক। দেখা গিয়েছে, সেই সব ক্য়ানসারেই এসএমওয়াইডি২ প্রোটিনের পরিমাণ বেশি। পাশাপাশি সেইসব ক্যানসারে একটি বিশেষ ভূমিকা পালন করে এসএমওয়াইডি২। তা থেকেই জানা গিয়েছে আসল ঘটনাটা। ক্যানসার বারবার ফিরে আসার পিছনে এসএমওয়াইডি২ প্রোটিনের কারসাজি জানতে পারেন বিজ্ঞানীরা।


তাহলে সমাধান কী ?


পরীক্ষানিরীক্ষার সময় এই বিশেষ প্রোটিনকে নিস্ক্রিয় করে দেন চিকিৎসকরা। দেখা যায়, এসএমওয়াইডি২-কে নিস্ক্রিয় করলে ক্যানসার কোশও বাড়তে পারছে না। অর্থাৎ নতুন করে ক্যানসার কোশ তৈরি হতে পারছে না শরীরে। ফলে নতুন করে ক্যানসার ফিরে আসছে না। ক্যানসার ফিরে আসার প্রক্রিয়া মেটাস্ট্য়াসিসকে জ্বালানি জোগায় এসএমওয়াইডি২। সেটিকে আটকে মেটাস্ট্যাসিস আটকে যায়। মেটাস্ট্যাসিস রোগীদের মৃত্যুর বড় কারণ। অনেক রোগীদেরই একবার ক্যানসার সেরে গেলে আবার ফিরে আসে। সেই পথ আটকে দেওয়ার উপায়ই খুঁজে পেলেন বিজ্ঞানীরা।


আরও পড়ুন - Real vs Fake Ghee: খাঁটি ঘি চিনতে লাগবে কয়েক সেকেন্ড ! জানুন ৫ কায়দা