UP Board 10th, 12th Result 2023 Declared: উত্তরপ্রদেশ মধ্যমিক শিক্ষা পরিষদ (UPMSP) ইউপি বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির ফল প্রকাশিত হয়েছে ৷ UP বোর্ড হাই স্কুল পরীক্ষায় এবার পাশ করেছে ৮৯.৭৮ শতাংশ। সেখানে ৭৫.৫২ শতাংশ ইন্টার বা ক্লাস ১২ পরীক্ষায় পাশ করেছে৷ ইউপি বোর্ড ক্লাস দশম, দ্বদশের ফল এখন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট upmsp.edu.in বা upresults.nic.in-ত দেখা যাচ্ছে। এ ছাড়াও শিক্ষার্থীরা ডিজিলকারে তাদের ইউপি ক্লাস দশম ফলাফল ২০২৩ ও ইউপি দ্বাদশের ফলাফল দেখতে পারবে। সেই ক্ষেত্রে UP বোর্ডের ফলাফল দেখতে প্রার্থীদের অবশ্যই DigiLocker-এ একটি লগইন অ্যাকাউন্ট তৈরি করতে হবে।

UP Board Result: প্রথম কে হয়েছে ?পরীক্ষার রেজাল্ট বলছে, সীতাপুর জেলার প্রিয়ংশি সোনি দশম শ্রেনির পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছে।  আর মহোবার শুভ চাপড়া  দ্বাদশে শ্রেণির পরীক্ষায় সেরা হয়েছে।

কতজন পরীক্ষা দিয়েছিল ?পরিসংখ্যান বলছে, এই বছর, ৫৮ লাখেরও বেশি শিক্ষার্থী ইউপি বোর্ড পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করিয়েছে।  যার মধ্যে ৩১.২ লক্ষ  দশম শ্রেণির জন্য ও ২৭.৫ লক্ষ্ দ্বাদশ শ্রেণির জন্য রেজিস্ট্রেশন করেছিল। হিসেব অনুযায়ী ,২০২৩ সালের ইউপি বোর্ড পরীক্ষার জন্য ৬ লাখের বেশি শিক্ষার্থী বেড়েছে।

কী বললেন মুখ্যমন্ত্রী যোগী ? ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন, যারা রাজ্য ও জেলা পর্যায়ে শীর্ষ ১০ স্থান অর্জন করেছে, তাদের জেলা স্তরে রাজ্য সরকার সম্মানিত করবে। রেজাল্টের পরই ট্যুইট করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেছেন,“উত্তরপ্রদেশের মধ্যশিক্ষা বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ সব ছাত্র, অভিভাবক ও শিক্ষকদের আন্তরিক অভিনন্দন! আপনারা সবাই 'নতুন উত্তরপ্রদেশ'-এর সোনালি ভবিষ্যতের স্তম্ভ। মা সরস্বতীর কৃপায়, আপনাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ, এটাই আমার কামনা। "

UP Board Result: এই ওয়েবসাইটগুলিতে ফল দেখতে পারবেন আজই উত্তরপ্রদেশ মধ্যমিক শিক্ষা পরিষদ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ফলাফল ঘোষণা করেছে। শিক্ষার্থীরা এই ওয়েবসাইট থেকে তাদের ফলাফল দেখতে পাবে ।

upmsp.edu.in 

upmspresults.up.nic.in 

upresults.nic.in 

news.abplive.com

কীভাবে ফলাফল দেখা যাবে ?

ক্লাস টেন ও টুয়েলভের ছাত্র-ছাত্রীরা DigiLocker-এ তাদের ফলাফল জানতে পারে। প্রথমে DigiLocker-এ তাদের একটি লগইন অ্যাকাউন্ট খুলতে হবে।

প্রথম ধাপে, digilocker.gov.in অফিসিয়াল লিঙ্কে যান

দ্বিতীয় ধাপে, আধার কার্ডের নম্বর দিয়ে DigiLocker-এ সাইনআপ করুন

তৃতীয় ধাপে, লগইন সংক্রান্ত তথ্য দিন এবং  DigiLocker অ্যাকাউন্টে সাইনইন করুন

চতুর্থ ধাপে, ক্লাস ১০/১২-এ মার্কশিট লিঙ্কে ক্লিক করুন

পঞ্চম ধাপে, এরপর উত্তরপ্রদেশ স্টেট বোর্ড অফ হাই স্কুল ও ইন্টারমিডিয়েট এক্সামিনেশন-এ ক্লিক করুন

ষষ্ঠ ধাপে, রোল নম্বর দিন এবং ড্রপডাউন বক্স থেকে বছর বেছে নিন

সপ্তম ধাপে, UP বোর্ড রেজাল্ট স্ক্রিনে ফুটে উঠবে।

ক্লাস টেনের ফলাফল দেখুন এখানে ক্লিক করে -

দ্বাদশ শ্রেণির ফলাফল দেখুন এখানে ক্লিক করে-

 

আরও পড়ুন : UP BOARD 12TH RESULT 2023 | UPMSP INTER RESULT DECLARED, CHECK ON ABP LIVE


Education Loan Information:

Calculate Education Loan EMI