UPSC 2023 3rd Donuru Ananya Reddy: মঙ্গলবার প্রকাশিত হয়েছে ইউপিএসসি পরীক্ষার ফলাফল। আর সেই তালিকায় তৃতীয় স্থান অর্জন করেছেন তেলেঙ্গানার অনন্যা রেড্ডি। মাত্র ২২ বছর বয়সে গোটা দেশে ইউপিএসসি পরীক্ষায় মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন অনন্যা। তেলেঙ্গানার মেহবুবনগরের বাসিন্দা তিনি। একাধিক সংবাদমাধ্যম সূত্রের খবর অনুযায়ী, তার বয়সী আর কেউ নেই প্রথম দশের মেধা তালিকায়‌। অন্যদিকে এক জাতীয় সংবাদমাধ্যম সূত্রের দাবি, তিনিই প্রথম দশজনের মধ্যে সবচেয়ে কনিষ্ঠ। তৃতীয় স্থান অর্জন করতে পারায় নিজের বিনম্র শ্রদ্ধাও জানিয়েছেন অনন্যা।


বাড়িতে বসেই প্রস্তুতি


বাড়িতে বসেই গোটা প্রস্তুতি নিয়েছেন অনন্যা রেড্ডি। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, শুধু নৃতত্ত্ববিদ্যার জন্য কয়েক মাস হায়দরাবাদে একটি কোচিংয়ে গিয়ে ভর্তি হন তিনি। তেলাঙ্গানার মেহবুবনগর জেলার প্রত্যন্ত গ্রাম পোন্নেকালের বাসিন্দা অনন্যা। দীর্ঘ দিন ধরেই ইউপিএসসি পরীক্ষায় সফল হওয়ার স্বপ্ন দেখছিলেন তিনি। প্রাথমিক পড়াশোনা তাঁর শুরু হয়েছিল মেহবুবনগরেই। পরে উচ্চশিক্ষার জন্য হায়দরাবাদে চলে যান তিনি। সেখানে স্নাতকের পড়াশোনা শেষ করে সিভিল সার্ভিস পরীক্ষার জন্য় প্রস্তুতি নিতে শুরু করেন। 


অনন্যার সাফল্যের চাবিকাঠি 


সিভিল সার্ভিস পরীক্ষার জন্য অনেক আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন তিনি। পড়াশোনার জন্য দিল্লি চলে যান তিনি। ভূগোল অনার্স নিয়ে ভর্তি হন দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনে মিরান্ডা হাউস কলেজে। স্নাতক পাশ করার এক বছরের মধ্যেই পরীক্ষায় বসেছিলেন অনন্যা। এর পর রেজাল্ট বেরোতেই হতবাক তিনি ও তাঁর পরিবার। প্রথম চেষ্টাতেই তৃতীয় স্থান অর্জন করতে পেরে ভীষণ আনন্দিত।


একটি জাতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অনন্যা বলেন, প্রথমদিকে দিনে ৬-৭ ঘন্টা পড়াশোনা করতেন তিনি। খুব স্ট্র্যাটেজি মেনে পড়াশোনা করতেন। পরে পরীক্ষার সময় এগিয়ে এলে দিনে ১২-১৪ ঘন্টাও পড়াশোনা করেছেন তিনি। তবে একইসঙ্গে বলেন অন্ধভাবে টপারদের টিপস ফলো করলে হবে না। কারণ প্রত্যেকের পড়ার ধরন আলাদা। তাই নিজের সেরাটা দেওয়ার কথা বলেন তিনি।


বিরাট কোহলির ফ্যান


প্রসঙ্গত অনন্য়া বিরাট কোহলির ভক্ত। তাঁর ঠাকুরদার কাছ থেকেই ইউপিএসসি পরীক্ষার সম্পর্কে জানতে পেরেছিলেন অনন্যা। ফলে তখন থেকেই তাঁর এই নিয়ে স্বপ্ন ছিল। তবে প্রস্তুতির সময় প্রত্যেককেই নিজের স্ট্র্যাটেজির উপর জোর দিতে বললেন অনন্যা।


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন - ‘সমস্যা নয়, সমাধান হতে চাই’ কেন বললেন UPSC-তে সপ্তম জম্মু কাশ্মীরের আনমোল ?


Education Loan Information:

Calculate Education Loan EMI