নয়াদিল্লি: গ্রুপ A ও গ্রুপ B পোস্টের জন্য অনলাইনে নিয়োগের প্রক্রিয়া শুরু করল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC)। ইচ্ছুক চাকরিপ্রার্থীরা উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলেই ইঞ্জিনিয়ারিং সার্ভিস এক্জাম(ESE 2022)-তে রেজিস্টার করতে পারেন। সেই ক্ষেত্রে upsconline.nic.in-এ আবেদন করতে হবে চাকরিপ্রার্থীদের।
UPSC-র তরফে জানানো হয়েছে, আগামী ১২ অক্টোবরের মধ্যে UPSC ESE Recruitment 2022 পরীক্ষায় বসার জন্য আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা। ২০২২ সালের ২০ ফেব্রুয়ারি এই UPSC ESE Prelims পরীক্ষা হবে। সব মিলিয়ে ২৪৭টি পদ খালি রয়েছে। যার মধ্যে সিভিল ইঞ্জিনিয়ারিং ক্যাডার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রনিক্স টেলি কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং পদে প্রার্থী নেওয়া হবে।
চাকরিপ্রার্থীদের বয়স সীমা
এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের ন্যূনতম বয়স হতে হবে ২১ বছর।তবে কোনওভাবেই আবেদনকারীর বয়স ৩০ বছরের ঊর্ধ্বসীমা অতিক্রম করলে চলবে না। শিক্ষাগত যোগ্যতা
এই ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের আবেদন করার জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি থাকটা বাধ্যতামূলক।
UPSC ESE 2022: কীভাবে আবেদন করবেন এই পদে ?
১ প্রথমে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC)-এর অফিশিয়াল ওয়েবসাইট www.upsconline.nic.in-এ যান।
২ প্রথমে পার্ট ওয়ানে সব বিবরণ জমা দিন ও রেজিস্টার করুন।
৩ এই পর্যায়ে পার্ট-২ তে এসে সব নথিপত্র আপলোড করুন।
৪ শেষে ফি জমা দিয়ে প্রামাণ্য স্লিপ রাখুন নিজের কাছে।
UPSC ESE 2022: কত ফি জমা দিতে হবে ?
এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের ২০০টাকা আবেদনের ফি বাবদ জমা দিতে হবে। তবে SC,ST,PwD ও মহিলা প্রার্থীদের জন্য কোনও ফি নেওয়া হচ্ছে না।
আরও পড়ুন : India Post Recruitment 2021: Post Office-এ স্পোর্টস কোটায় চাকরির সুযোগ, জেনে নিন আবেদনের শেষ তারিখ
আরও পড়ুন : Railway Recruitment 2021: প্রচুর পদে নিয়োগ করছে রেল, ১০ অক্টোবরের মধ্যে করতে হবে আবেদন
Education Loan Information:
Calculate Education Loan EMI