নয়াদিল্লি: হাতে মাত্র আর ১৬ দিন। ২৩টি পদে আবেদনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন Union Public Service Commission (UPSC)। উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে অবিলম্বে আবেদন করতে হবে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের। 


চাকরির সারাংশ
কোন পদে কত নিয়োগ ?
অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (প্লান্ট প্যাথোলজি)-২ টো পদ
এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ার ইনস্ট্রুমেন্টেশন- ১ টা পদ
অ্যাসিস্ট্যান্ট জিওলজিস্ট- ২০টি পদ 


শিক্ষাগত যোগ্যতা- মাস্টার ডিগ্রি, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। এ বিষয়ে বিশদে জানতে চাকরির বিজ্ঞপ্তির অফিশিয়াল ওয়েবসাইট https://www.upsconline.nic.in দেখতে হবে।


শিক্ষাগত যোগ্যতা ও বয়স
অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (প্লান্ট প্যাথোলজি)- এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে এমএসসি ডিগ্রি ইন প্লান্ট প্যাথলজি বা এগ্রিকালচার পাশ হতে হবে। কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পেতে হবে এই ডিগ্রি। চাকরিপ্রার্থীকে ৩ বছরের প্লান্ট ডিজিজ ও ভাইরাস নিয়ে কাজের অক্ষিজ্ঞতা থাকতে হবে। এই ক্ষেত্রে প্লান্ট প্যাথলিজতে পিএইচডি বা ডক্টরেট ডিগ্রি থাকলে চাকরিপ্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।বয়স সীমা- এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীর বয়সের ঊর্ধ্বসীমা ৩৫ বছর হতে হবে।


এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ার ইনস্ট্রুমেন্টেশন-এই ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং ও ইনস্ট্রুমেনটেশন টেকনোলজিতে ডিগ্রি থাকতে হবে আবেদনকারীর। সঙ্গে ইন্স্ট্রুমেনটেশন , ক্যালিব্রশনে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।এই ক্ষেত্রে বয়সের সীমা ৩৩ বছর রাখা হয়েছে। তবে কিছু ক্ষেত্রে তা পরিবর্তন হতে পারে।


অ্যাসিস্ট্যান্ট জিওলজিস্ট- এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীর অবশ্যই জিওলজিতে মাস্টার ডিগ্রি থাকতে হবে। অথবা জিও এক্সপ্লোরেশন বা মিনারেল এক্সপ্লোরেশন নিয়ে ডিগ্রি থাকলেও আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা।এই ক্ষেত্রে বয়সের সীমা রাখা হয়েছে ৩০ বছর। 


কীভাবে আবেদন করবেন ?
চাকরির জন্য আবেদনের আগে আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতার বিষয়ে নিশ্চিত হয়ে অ্যাপ্লাই করতে হবে। আগামী ১৬সেপ্টেম্বরের মধ্যে অফিশিয়াল ওয়েবসাইট https://www.upsconline.nic.in-এ আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থী।সেখান স্ক্রিনে রেজিস্ট্রেশন স্লিপ দেওয়া হবে। যার প্রিন্ট আউট রেখে দিতে হবে প্রার্থীকে। পরবর্তীকালে পরীক্ষার বিষয়ে সাইটেই যাবতীয় খবর দেওয়া হবে।


Education Loan Information:

Calculate Education Loan EMI