UPSC Jobs: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। স্পেশালিস্ট গ্রেডে লোক নেওয়া হবে। মোট ৬৯টি শূন্যপদে লোক (UPSC Recruitment 2024) নেওয়া হবে। বেতন শুরু ৪৬,২০০ টাকা থেকে। কোন পদে নিয়োগের জন্য কী যোগ্যতা লাগবে ? আবেদনের শেষ দিনই বা কবে ?
শূন্যপদ
মূলত স্পেশালিস্ট অফিসার গ্রেড ৩, সায়েন্টিস্ট বি এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এই তিন ধরনের পদে কর্মী নিয়োগ করবে UPSC। প্রতিটি বিভাগে আলাদা আলাদা শূন্যপদ ঘোষিত হয়েছে।
- স্পেশালিস্ট গ্রেড ৩ (কার্ডিওলজি)- ৩টি
- স্পেশালিস্ট গ্রেড ৩ (নেফ্রোলজি) – ৪টি
- স্পেশালিস্ট গ্রেড ৩ (নিউরো সার্জারি) – ৬টি
- স্পেশালিস্ট গ্রেড ৩ (পালমোনারি মেডিসিন) – ৩টি
- সায়েন্টিস্ট বি (সিভিল ইঞ্জিনিয়ারিং)- ২০টি
- সায়েন্টিস্ট বি (আর্থ সায়েন্স) – ৬টি
- সায়েন্টিস্ট বি (মেকানিকাল) – ২টি
- অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (অফিসিয়াল ল্যাঙ্গোয়েজ) – ১টি
- স্পেশালিস্ট গ্রেড ৩ (জেনারেল সার্জারি) – ২৪
কর্মস্থল
ভারতের যে কোনও জায়গায় নির্বাচিত প্রার্থীকে পাঠানো হবে।
বেতনক্রম
সপ্তম পে ম্যাট্রিক্সের উপর ভিত্তি করে এই সব পদে (UPSC Recruitment 2024) নির্বাচিত প্রার্থীরা মূলত লেভেল ১০ ও লেভেল ১১ অনুসারে বেতন পাবেন। লেভেল ১০-এর ক্ষেত্রে বেতন হবে ৪৬,২০০ টাকা থেকে ৬৯,২০০ টাকা এবং লেভেল ১১-র ক্ষেত্রে বেতনক্রম ৪৭,৬০০ টাকা থেকে ৭১,৩০০ টাকা। স্পেশালিস্ট গ্রেড ৩ অফিসারদের জন্য প্রযোজ্য হবে লেভেল ১১ এবং বাকি সব পদের জন্য লেভেল ১০।
যোগ্যতা
- স্পেশালিস্ট গ্রেড থ্রি অফিসারের জন্য আবশ্যিকভাবে প্রার্থীর এমবিবিএস ডিগ্রি থাকা জরুরি। সংশ্লিষ্ট স্পেশালিটিতে স্নাতকোত্তর উত্তীর্ণ হতে হবে প্রার্থীকে। তাছাড়াও সংশ্লিষ্ট স্পেশালিটিতে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- সায়েন্টিস্ট বি (ইঞ্জিনিয়ারিং) পদের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ হতে হবে। এক্ষেত্রেও সংশ্লিষ্ট বিষয়ে ৩ বছর কাজের অভিজ্ঞতা বাঞ্ছনীয়।
- অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে কাজের জন্য প্রার্থীকে হিন্দি বিষয়ে স্নাতকোত্তর উত্তীর্ণ হতে হবে, সঙ্গে ইংরেজি থাকতে হবে ঐচ্ছিক বিষয় হিসেবে বা পরীক্ষার ভাষা হিসেবে। এর উল্টোটাও প্রযোজ্য হবে।
আবেদনের ফি
এই পদে আবেদনের জন্য মহিলা প্রার্থী, SC/ST কিংবা বিশেষভাবে সক্ষম প্রার্থীদের কোনও আবেদন মূল্য দিতে হবে না। অন্য প্রার্থীদের দিতে হবে মাত্র ২৫ টাকা।
বয়সসীমা
সমস্ত পদে আবেদনের জন্য অসংরক্ষিত প্রার্থীদের বয়সসীমা ৪০ বছর, SC প্রার্থীদের জন্য ৪৫ বছর এবং ওবিসি প্রার্থীদের জন্য ৪৩ বছর।
কীভাবে আবেদন
UPSC-র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নোটিশ বিভাগে এই পদের (UPSC Recruitment 2024) নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে ক্লিক করলেই আবেদন করা যাবে।
আবেদনের শেষ দিন
২৭ জানুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে এই পদের আবেদন প্রক্রিয়া। চলবে আগামী ১৫ ফেব্রুয়ারি রাত্রি ১১.৫৯ মিনিট পর্যন্ত। আবেদনপত্র প্রিন্ট আউট বা ডাউনলোড করার শেষ দিন ১৬ ফেব্রুয়ারি।
বিস্তারিত জানতে নজর রাখুন সংস্থার সংশ্লিষ্ট ওয়েবসাইটে।
আরও পড়ুন: Jobs And Recruitments: আইডিবিআই ব্যাঙ্কে চাকরির সুযোগ, কোন পদে হবে নিয়োগ? শূন্যপদ কত?
Education Loan Information:
Calculate Education Loan EMI