Vikas Divyakirti: দিল্লির ওল্ড রাজেন্দ্র নগরে জলমগ্ন আইএএস কোচিং সেন্টারে ছাত্র মৃত্যুর ঘটনায় এবার মৃত ছাত্রদের পরিবারের পাশে দাঁড়ালেন দৃষ্টি আইএএস কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা বিকাশ দিব্যকীর্তি (Vikas Divyakirti)। প্রতিটি পরিবারকে ১০ লক্ষ টাকা অর্থসাহায্যের কথা ঘোষণা করেছেন তিনি। সেই সব পরিবারের প্রতি গভীর শোক এবং সমবেদনা জ্ঞাপন করে এই অর্থসাহায্যের প্রতিশ্রুতি (Drishti IAS) দিয়েছেন দৃষ্টি আইএএস সংস্থার পক্ষ থেকে।
আজ ২ অগাস্ট ২০২৪ নিজেদের অফিসিয়াল এক্স হ্যান্ডলে দৃষ্টি আইএএসের পক্ষ থেকে গভীর শোকপ্রকাশ করে বিকাশ দিব্যকীর্তি (Vikas Divyakirti) লেখেন, 'বিগত কয়েকদিনে দিল্লির ওল্ড রাজেন্দ্রনগরে দুটি পৃথক দুর্ঘটনায় ৪ জন মেধাবী ছাত্রের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। একজন ছাত্র নীলেশ রাই জলাবদ্ধ রাস্তায় তড়িদাহত হয়ে মারা যান, অন্য তিনজ শ্রেয়া যাদব, তনয়া সোনি এবং নীভীন দলভীন কোচিং ইনস্টিটিউটের বেসমেন্টে জলে ডুবে মারা যান। সন্তান হারানো যন্ত্রণা সহ্য করা খুবই কঠিন। আমরা সেইসব পরিবারের পাশে দাঁড়াতে চাই।'
বিকাশ দিব্যকীর্তি সেই পোস্টেই আরও লেখেন, 'কোনও রকম অর্থই এই সন্তান হারানোর জ্বালা জুড়োতে পারবে না। কিন্তু তবু তাদের পাশে দাঁড়াতে প্রতিটি পরিবারকে ১০ লক্ষ টাকা অর্থসাহায্য করেছে দৃষ্টি আইএএস (Drishti IAS)। এই শোকের সময়ে এই পরিবারের যে কোনও রকম সহায়তা করতে চাই আমরা।' এছাড়াও যে কোচিং সেন্টারে এই দুর্ঘটনা ঘটেছে সেই প্রতিষ্ঠানের সমস্ত পড়ুয়াদের বিনামূল্যে জেনারেল স্টাডিজের জন্য পড়ানো, টেস্ট সিরিজ এবং ঐচ্ছিক বিষয়ের ক্লাসও নেবে দৃষ্টি আইএএস। আর্থিক সাহায্যের পাশাপাশি অ্যাকাডেমিক সহায়তার হাতও বাড়িয়ে দিয়েছেন বিকাশ দিব্যকীর্তি (Vikas Divyakirti)।
২৭ জুলাই রাউ'স আইএএস কোচিং সেন্টারে এই দুর্ঘটনা ঘটে। বেসমেন্টে জল ঢুকে তিন ছাত্রীর মৃত্যু হয়। দিল্লির পুরপ্রধান শেলি ওবেরয় জানিয়েছেন এই চারজন মৃতের স্মৃতিতে চারটি পাবলিক লাইব্রেরি গড়ে তোলা হবে দিল্লিতে। রাজেন্দ্রনগর, মুখার্জিনগর, প্যাটেল নগর এবং বের সড়াইতে এই চারটি পাবলিক লাইব্রেরি গড়ে তোলা হবে বলে জানা গিয়েছে দিল্লির মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: IBPS SO 2024: স্পেশ্যালিস্ট অফিসার নিয়োগ হবে ব্যাঙ্কে, শুরু আবেদনপ্রক্রিয়া, শূন্যপদ কত?
Education Loan Information:
Calculate Education Loan EMI