কানপুর: নাম মহম্মদ মেহবুব মালিক। পেশায় চাওয়ালা। কানপুরের এই যুবকই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। আর তাঁকে লাইমলাইটে নিয়ে আসার নেপথ্যে রয়েছেন ভারতের কিংবদন্তী ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ। বৃহস্পতিবার মেহবুব মালিকের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ভিভিএস। তার ওপরে তিনি লেখেন, “মহম্মদ মেহবুব মালিক কানপুরের একজন চা বিক্রেতা। নিজের উপার্জনের ৮০ শতাংশ অর্থ ও খরচ করে ৪০ পড়ুয়ার শিক্ষার জন্য। সত্যিই অনুপ্রেরণার।”


ইতিমধ্যেই ভিভিএসের এই ট্যুইট ভাইরাল হয়েছে। ট্যুইটারে রীতিমতো ট্রেন্ডও করছে। এখনও পর্যন্ত ২৭ হাজরের ওপর ট্যুইটার ব্যবহারকারী এই ট্যুইটটি পছন্দ করেছেন। ৩ হাজারের ওপর মানুষ লক্ষ্মণের ট্যুইট রিট্যুইট করেছেন।





Education Loan Information:

Calculate Education Loan EMI