দরবার দুর্দান্ত অ্যাকশন ছবি। রজনীকে এতে দেখা যাবে ডাবল রোলে, একটি চরিত্র পুলিশকর্মীর, অন্যটি সমাজসেবীর। আগামী বছর পোঙ্গলের সময় মুক্তি পাবে ছবিটি। মুক্তি পেল রজনীকান্তের আগামী ছবির পোস্টার, একমাত্র সুপারস্টার আপনিই, সলমনের টুইট
ABP Ananda, Web Desk | 08 Nov 2019 11:59 AM (IST)
পোস্টার শেয়ার করেছেন বলিউডের ভাইজান সলমন খান ও দক্ষিণের আর এক সুপারস্টার কমল হাসান।
চেন্নাই: ফিল্মি দুনিয়ায় স্টারডম আসে যায়। কিন্তু আসল তারকা জ্বলজ্বল করেন চলচ্চিত্র ভুবনে। রজনীকান্ত। মুক্তি পেল বর্ষীয়াণ শিল্পীর আগামী ছবি দরবার-এর মোশন পোস্টার। পোস্টার শেয়ার করেছেন বলিউডের ভাইজান সলমন খান ও দক্ষিণের আর এক সুপারস্টার কমল হাসান। সলমন নিজের টুইটার হ্যান্ডলে লিখেছেন, অসংখ্য শুভ কামনা, শুধু সুপারস্টারকে নয়, একমাত্র সুপারস্টারকে।