কলকাতা: বাতিল মাধ্যমিক পরীক্ষার কীভাবে মূল্যায়ন? মধ্য শিক্ষা পর্ষদ সাংবাদিক বৈঠকে জানিয়েছে মূল্যায়নের পদ্ধতি।



মাধ্যমিকের মার্কশিট কীভাবে
নবমের মার্কশিট, দশমের অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে মাধ্যমিকের ফলাফল। ৫০-৫০ শতাংশ হারে ২০২১-এর মাধ্যমিকের মার্কশিট দেওয়া হবে। নবম শ্রেণীর মার্কশিট ও দশম শ্রেণীর অভ্যন্তরীন মূল্যায়ণকে সমান গুরুত্ব দিয়ে মার্কশিট দেওয়া হবে।  এই মূল্যায়নে সন্তুষ্ট না হলে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে বসা যাবে পরীক্ষায়। পরীক্ষায় বসলে, সেই পরীক্ষার রেজাল্টই চূড়ান্ত বিবেচিত হবে বলে জানাল মধ্যশিক্ষা পর্ষদ। 


একইসঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদও জানিয়েছে মূল্যায়নের পদ্ধতি। 



উচ্চমাধ্যমিকের মার্কশিট কীভাবে
অন্যদিকে, উচ্চমাধ্যমিক পরীক্ষার মূল্যায়নের পদ্ধতিও জানিয়েছে শিক্ষা সংসদ। জানানো হয়েছে,  ‘২০১৯-র মাধ্যমিকের ৪টি বিষয়ের সর্বোচ্চ নম্বরের ৪০ শতাংশ, ২০২০র একাদশের বার্ষিক পরীক্ষার ৬০ শতাংশ নম্বর, সেইসঙ্গে  দ্বাদশের প্রজেক্ট-প্র্যাক্টিক্যালের নম্বর যুক্ত করে উচ্চমাধ্যমিকের মূল্যায়ন হবে। 


জানানো হয়েছে, ‘দ্বাদশের প্রজেক্টের ২০ নম্বর, প্র্যাক্টিক্যালের ৩০ নম্বর ধরে মূল্যায়ন হবে। মূল্যায়নে সন্তুষ্ট না হলে পরিস্থিতি স্বাভাবিকের পর বসা যাবে পরীক্ষায়। পরীক্ষায় বসলে, সেই পরীক্ষার রেজাল্টই চূড়ান্ত বিবেচিত হবে বলে জানিয়েছে উচ্চমাধ্যমিক সংসদ। ২৩ জুনের মধ্যে স্কুলগুলিকে পরীক্ষার নম্বর জমা দিতে হবে। সবাই সহযোগিতা করলে জুলাইয়ের মধ্যে রেজাল্ট প্রকাশ করা যাবে বলে জানানো হয়েছে।



এদিন মাধ্যমিকের প্রায় ১৩ লক্ষ ও উচ্চমাধ্যমিকের প্রায় ৯ লক্ষ পরীক্ষার্থীর মার্কশিট কীভাবে তৈরি হবে, এদিন জানানো হল। উল্লেখ্য, করোনা অতিমারীর কারণে অন্যান্য বোর্ডের মতো এ রাজ্যেও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়।করোনাকালে, বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট ও জনমতের ভিত্তিতে বাতিল হয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এই অবস্থায়, কী পদ্ধতিতে জোড়া পরীক্ষার ২১ লক্ষ পরীক্ষার্থীর মার্কশিট তৈরি হবে, তা নিয়ে কৌতুহল ছিল। মুখ্যমন্ত্রী গতকালই জানিয়েছিলেন, শুক্রবার মূল্যায়ন পদ্ধতি জানানো হবে। 



উল্লেখ্য, আগেই  সিবিএসই প্রকাশ্যে এনেছে দ্বাদশ শ্রেণির মূল্যায়ন প্রক্রিয়া। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে সিবিএসই জানিয়েছে,৩১ জুলাইয়ের মধ্যে দ্বাদশের ফলপ্রকাশ হবে।দশম-একাদশ ও দ্বাদশের পারফরম্যান্সের ভিত্তিতে দেওয়া হবে মার্কশিট।সর্বোচ্চ আদালতে সিবিএসই জানিয়েছে,দ্বাদশের মার্কশিটের ৩০ শতাংশ নম্বর আসবে দশম শ্রেণির রেজাল্টের ভিত্তিতে।সেক্ষেত্রে লিখিত মূল পাঁচটির মধ্যে, সেরা তিনটি  বিষয়ের নম্বর নেওয়া হবে।মার্কশিটে ৩০ শতাংশ নম্বর আসবে একাদশের বার্ষিক পরীক্ষার রেজাল্ট থেকে।বাকি ৪০ শতাংশ, দ্বাদশ শ্রেণির পারফরম্যান্স থেকে নেওয়া হবে।এক্ষেত্রে প্রি বোর্ড পরীক্ষা, মিড টার্ম ও স্কুলের ইউনিট টেস্টের ভিত্তিতে এই ৪০ শতাংশ নম্বর মার্কশিটে যুক্ত হবে।



দেশজুড়ে স্কুলগুলিকে সিবিএসই জানিয়েছিল, প্র্যাক্টিক্যাল পরীক্ষা অনলাইনে এবং বাড়ি থেকে নিতে হবে। বকেয়া অভ্যন্তরীণ মূল্যায়ন এবং প্র্যাক্টিকালের নম্বর ২৮ জুলাইয়ের মধ্যে বোর্ডকে পাঠাতে হবে। গতকাল সুপ্রিম কোর্টে সিবিএসই জানিয়েছে, স্কুলের পাঠানো প্র্যাক্টিক্যাল এবং অভ্যন্তরীণ মূল্যায়নের নম্বর অপরিবর্তিত থাকবে। 

বিস্তারিত জানুন -


Education Loan Information:

Calculate Education Loan EMI