কলকাতা : হাতে এসে গিয়েছে জীবনের প্রথম বড় পরীক্ষার ফলাফল। মাধ্যমিকের ফল পেয়েই এবার পড়ুয়াদের সামনে পরের গুরুত্বপূর্ণ ধাপের পথে এগোনো শুরুর পালা। উচ্চ মাধ্যমিকে কোন বিষয় নিয়ে পড়াশোনা, সেটা বেছে নেওয়া ও তার জন্য পছন্দমতো স্কুলে একাদশে ভর্তির তোড়জোড়। এর মধ্যেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে সমস্ত স্কুলের কাছে একাদশে পড়ুয়াদের ভর্তি করানো নিয়ে নির্দেশিকা পৌঁছে গিয়েছে। কোনও পড়ুয়া যদি সায়েন্স নিয়ে পড়তে চায়, তাহলে মাধ্যমিকের বিষয়ভিত্তিক কত শতাংশ নম্বর প্রয়োজন সেটার বিজ্ঞপ্তি সমস্ত উচ্চ মাধ্যমিক স্তরের স্কুলের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রেসিডেন্ট মহুয়া দাসের পক্ষ থেকে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে স্কুলগুলিকে।


উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে একাদশ শ্রেণিতে অঙ্ক, স্ট্যাটিটিক্স, বায়োলজিক্যাল সায়েন্স, পদার্থবিদ্যা (ফিজিক্স), রসায়ন (কেমিস্ট্রি), ভূগোল (জিওগ্রাফি) ও কম্পিউটার সায়েন্স নিতে গেলে মাধ্যমিকের নির্দিষ্ট বিষয়ে কত শতাংশ নম্বর পড়ুয়াদের পেতে হবে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে, কোনও পড়ুয়াকে একাদশে অঙ্ক বা স্ট্যাটিটিক্স নিয়ে পড়তে গেলে মাধ্যমিকের অঙ্কে ৪৫ শতাংশের বেশি নম্বর পেতে হবে। কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে চাইলেও অঙ্কে একই নম্বর শতাংশের বেশি প্রয়োজন। একইভাবে লাইফ সায়েন্সে ৪৫ শতাংসের বেশি লাগবে একাদশে বায়োলজিক্যাল সায়েন্স নিয়ে পড়তে গেলে। ফিজিক্স বা কেমিস্ট্রি বা দুটো নিয়েই পড়তে চাইলে প্রয়োজন মাধ্যমিকের ফিকিক্যাল সায়েন্সে ৪৫ শতাংশের বেশি নম্বর।


এমনিতেই এবারে মাধ্যমিকে নজিরবিহীনভাবে ১০০ শতাংশ পড়ুয়াই পাস করেছে। প্রথম ডিভিশন পেয়েছেন ৯০ শতাংশই। যার জেরে একাদশে স্কুলে ভর্তি হওয়া নিয়ে শিক্ষাবিদদের একাংশের মধ্যে রয়েছে আশঙ্কা। সেই পরিস্থিতি কীভাবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সামাল দেয় আপাতত সেটাই দেখার।


একঝলকে একাদশে ভর্তির ক্ষেত্রে মাধ্যমিকের বিষয়ভিত্তিক নম্বরের যোগ্যতামান-



  • অঙ্ক বা স্ট্যাটিটিক্স- অঙ্কে ৪৫ শতাংশ 

  • বায়োলজিক্যাল সায়েন্স- লাইফ সায়েন্সে ৪৫ শতাংশ

  • ফিজিক্স বা কেমিস্ট্রি অথবা দুটোই- ফিজিক্যাল সায়েন্সে ৪৫ শতাংশ

  • ভূগোল- ভূগোলে ৪৫ শতাংশ

  • কম্পিউটার সায়েন্স-অঙ্কে ৪৫ শতাংশ


এদিকে, আগামীকাল (২২ জুলাই) দুপুর ৩ টেয় উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ হবে। বিকেল ৪টে থেকে ওয়েবসাইট মারফত ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। বিগত বছরের মতো এবারও পরীক্ষার্থীরা wb12.abplive.com  ওয়েবসাইটের মাধ্যমে ফল জানতে পারবেন। 


Education Loan Information:

Calculate Education Loan EMI