কলকাতা: আজ তৃণমূলের ২১ জুলাইয়ের শহিদ দিবস। করোনাকালে তৃণমূলের শহিদ দিবস এবারও ভার্চুয়ালে। কলকাতা থেকে জেলা - প্রস্তুতির কাজ প্রায় শেষ। 


শহিদ দিবস উপলক্ষ্যে বুধবার ভার্চুয়াল মাধ্যমে ভাষণ দেবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সর্বভারতীয় স্তরে তাঁর বার্তা পৌঁছে দিতে নানা উদ্যোগ নিয়েছে তৃণমূল। 


দুপুর ১টায় কালীঘাটের বাড়ি থেকে ভার্চুয়াল বক্তৃতা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় ওয়ার্ডে ওয়ার্ডে এবং রাজ্যের প্রতিটি বুথে জায়ান্ট স্ক্রিনে শোনানো হবে তৃণমূল নেত্রীর বার্তা। 


রাজ্যের পাশাপাশি, দলনেত্রীর বক্তব্যকে সর্বভারতীয় স্তরে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে তৃণমূল।  মঙ্গলবার দেখা যায় কলকাতায় বিভিন্ন জায়গায় চলছে ২১-শে জুলাইয়ের ভাষণ সম্প্রচারের প্রস্তুতি।


বুধবার বেলা ১২টায় ভিক্টোরিয়া হাউসের সামনে একটি অনুষ্ঠানে শহিদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করা হবে। সেখানে থাকবেন সুব্রত বক্সী, পার্থ চট্টোপাধ্যায়ের মতো সিনিয়র নেতারা।  
 
পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, আমরা ২১ জুলাই পালন করব। ১২টার সময় যাব ধর্মতলায়। তারপর ২১ জুলাই পার্কে বিড়লা প্ল্যানেটোরিয়াম কাছে। সেখানে শপথ দিবস পালন করা হবে। 


২১শে জুলাইয়ের বার্তা দিতে কলকাতার পথে নেমেছে সুসজ্জিত ট্রাম।  মঙ্গলবার নোনাপুকুর ট্রাম ডিপোয় এই প্রচার অভিযানের সূচনা করেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। 


একুশে জুলাই শহিদ দিবসে উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় গঙ্গার ঘাটে শহিদদের উদ্দেশে তর্পণ করেন তৃণমূলের নেতা-কর্মীরা। আজ সকালে বলরাম সরকার ঘাটে ভাটপাড়া টাউন তৃণমূল কংগ্রেসের তরফে তর্পণের আয়োজন করা হয়।


কোচবিহারে তৃণমূলের পার্টি অফিসের সামনে একুশে জুলাই পালনের প্রস্তুতি সম্পূর্ণ। লাগানো হয়েছে দলীয় পতাকা। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল বক্তৃতা দেখানোর জন্য জেলার বিভিন্ন বুথ এলাকায় লাগানো হয়েছে স্ক্রিন। কোচবিহার পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে তৃণমূলের জেলা সভাপতি পার্থপ্রতিম রায়ের দফতরের সামনেও বাঁধা হয়েছে মঞ্চ।


উত্তর ২৪ পরগনার বারাসতের চাঁপাডালি মোড়েও চলছে তৃণমূলের শহিদ দিবসপালনের প্রস্তুতি। তৃণমূলনেত্রীর ভার্চুয়াল ভাষণ শোনার জন্য বসানো হয়েছে জায়ান্ট স্ক্রিন।