কলকাতা : এবার উচ্চ মাধ্যমিকে প্রথম দশে ৮৭ জন। গতবছর ছিল ২৭২ জন। মেধাতালিকায় প্রথম দশে হুগলি থেকে জায়গা করে নিয়েছে ১৮ জন।


দেখে নিন কারা রয়েছে তালিকায়-



  • পঞ্চম স্থানে হুগলির কাপসিট হাই স্কুলের কৌস্তভ কুণ্ডু। প্রা

  • প্ত নম্বর ৪৯২। 

  • হরিপালের দ্বারহাটা রাজেশ্বরী ইন্সটিটিউশনের সোহম চট্টোপাধ্যায় ৪৯১ নম্বর পেয়ে ষষ্ঠ স্থান অধিকার করেছে।

  • উত্তরপাড়ার হিন্দমোটর হাই স্কুলের রূপসা উপাধ্যায় ৪৯১ নম্বর পেয়ে ষষ্ঠ স্থানে রয়েছে।

  • কাপসিটের কাপসিট হাই স্কুলের কৌশিকী কুণ্ডু ৪৯০ নম্বর পেয়ে সপ্তম হয়েছে।

  • চুঁচুড়ার চুঁচুড়া দেশবন্ধু মেমোরিয়াল হাই স্কুলের সৌজাত মুখোপাধ্যায় ৪৯০ নম্বর পেয়ে সপ্তম হয়েছে।

  • চণ্ডীতলার জনাই ট্রেনিং হাই স্কুলের শরণ্যা ঘোষ ৪৯০ নম্বর পেয়ে সপ্তম স্থানে রয়েছে।

  • বদনগঞ্জের কোকন্দ কালিকা শিক্ষা সদনের অত্রেয়ী সাহানা ৪৮৯ নম্বর পেয়ে অষ্টম স্থানে রয়েছে।

  • চন্দননগরের কৃষ্ণভাবিনী নারীশিক্ষা মন্দিরের শ্রেষ্ঠা অধিকারী ৪৮৯ নম্বর পেয়ে অষ্টম স্থানে রয়েছে।

  • পাণ্ডুয়া শশীভূষণ সাহা হাই স্কুলের সন্দীপ ভট্টাচার্য ৪৮৯ নম্বর পেয়ে অষ্টম স্থান অধিকার করেছে।

  • চন্দননগরের কৃষ্ণভাবিনী নারীশিক্ষা মন্দিরের অদ্বিতীয়া সিনহা ৪৮৯ নম্বর পেয়ে অষ্টম স্থানে রয়েছে।

  • রাজবলহাট গার্লস হাই স্কুলের ঈশিকা শীল ৪৮৯ নম্বর পেয়ে অষ্টম হয়েছে।

  • হাটবাসন্তীপুর হরপার্বতী ইন্সটিটিউশনের তৃষিতা কর্মকার ৪৮৮ নম্বর পেয়ে নবম স্থান অধিকার করেছে।

  • মাখলা দেবীশ্বরী বিদ্যানিকেতন ফর গার্লস হাই স্কুলের এথেনা বসু ৪৮৮ নম্বর পেয়ে নবম হয়েছে।

  • রিষড়ার মহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়ের সুপ্রভাত ঘোষ ৪৮৮ নম্বর পেয়ে নবম হয়েছে।

  • গোঘাটের বদনগঞ্জ হাই স্কুলের সুজিত পাল ৪৮৮ নম্বর পেয়ে নবম স্থান অধিকার করেছে।

  • খানাকুলের রামনগর অতুল বিদ্যালয়ের কোয়েল কুণ্ডু ৪৮৭ নম্বর পেয়ে দশম স্থান অধিকার করেছে।

  • গোঘাট ভগবতী বালিকা বিদ্যালয়ের অঞ্জুমা দিলরুবা ৪৮৭ নম্বর পেয়ে দশম স্থানে রয়েছে।

  • পাণ্ডুয়া শশীভূষণ সাহা হাই স্কুলের মৃগাঙ্ক সাঁতরা ৪৮৭ নম্বর পেয়ে দশম স্থান অধিকার করেছে।


এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছিলেন প্রায় সাড়ে ৮ লক্ষ পরীক্ষার্থী। গতবারের থেকে সংখ্যাটা ১ লক্ষেরও বেশি। মার্কশিট মিলবে ৩১ মে। পরীক্ষা শেষের ৫৭ দিনের মাথায় এবার উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হল। পাসের হার ৮৯.২৫ শতাংশ। পাসের হারে প্রথম পূর্ব মেদিনীপুর। এই প্রথমবার মার্কশিটে QR কোড ব্যবহার করা হয়েছে। ছাত্রদের তুলনায় ১.২৭ লক্ষ ছাত্রীর সংখ্যা বেশি। এবার মোট পরীক্ষার্থী ৮ লক্ষ ৫২ হাজার ৪৪৪। এবার পাসের হার ৮৯.২৫ শতাংশ। ছেলেদের পাসের হার ৯১.৮৬ শতাংশ, মেয়েদের পাশের হার ৮৭.২৬ শতাংশ।


পাসের হারের নিরিখে প্রথম পূর্ব মেদিনীপুর। ১১ জেলায় পাসের হার ৯০ শতাংশের বেশি। প্রথম বিভাগে উত্তীর্ণ ৩৮ শতাংশের বেশি। ৩১ মে মার্কশিট বিলি করা হবে। ‘পরের বছর উচ্চমাধ্যমিক শুরু ১৬ ফেব্রুয়ারি, শেষ ২৯ ফেব্রুয়ারি। দুপুর ১২ থেকে ৩.২৫ পর্যন্ত পরীক্ষা।উচ্চমাধ্যমিকে প্রথম দশে ৮৭ জন, গতবছর ছিলেন ২৭২ জন। মেধাতালিকায় প্রথম দশে হুগলি থেকে ১৮ জন।


Education Loan Information:

Calculate Education Loan EMI