কলকাতা: সাধারণত প্রতি বছর মাধ্যমিকের ফল ঘোষণার দিনই পরবর্তী বছরের পরীক্ষার সূচি জানিয়ে দেয় মধ্যশিক্ষা পর্ষদ। কিন্তু তা ছিল কোভিড-পূর্ব পর্বের। কিন্তু গত বছরও ছিল করোনা অতিমারীর দাপট। সেজন্য গত বছর পরীক্ষার ফল ঘোষণার দিন পরবর্তী বছরের মাধ্যমিকের সূচি ঘোষণা করা হয়নি। তার আগের বছরও অবশ্য এই প্রথায় ছেদ পড়েছিল। তবে সপ্তাহ দুয়েক পরেই পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা হয়েছিল।
করোনা আবহে গতবারের মতো এবারও আগামী বছরের পরীক্ষার সূচি জানাল না পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, করোনা অতিমারীর পর্ব পেরিয়ে স্বাভাবিক বাতাবরণ ফিরলে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, গত বছরের পরীক্ষা কোনওমতে হলেও এবার মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক কোনও পরীক্ষাই হয়নি। মূল্যায়ণের ভিত্তিতে এবারের ফল প্রকাশিত হয়েছে মাধ্যমিকের। গত বছরও স্বাভাবিক সময়ের থেকে অনেকটা দেরি করে প্রকাশিত হয়েছিল মাধ্যমিকের ফলাফল।
করোনা পরিস্থিতির কারণে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ক্লাসে উপস্থিত হয়ে পঠনপাঠন বন্ধ রয়েছে। গত বছর দেশে জারি হয়েছিল দীর্ঘ লকডাউন। এ বছর করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন রাজ্যের মতো এ রাজ্যেও জারি রয়েছে বিধিনিষেধ। চলছে করোনার টিকাকরনও। সংক্রমণ কিছুটা কমলেও এখন তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এই অবস্থায় স্কুলে পঠন-পাঠন ফের কবে শুরু হবে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ফলে আগামী বছর পরীক্ষা হলে কীভাবে হবে এবং কবে হবে, তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।
এদিন সাংবাদিক সম্মেলন করে এ বছরের মাধ্যমিকের ফলাফল প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ। এক প্রশ্নের জবাবে মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী বছরের পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এ বারের মাধ্যমিকে পাসের ইতিহাসে সর্বকালীন রেকর্ড গড়ে এ বছর উত্তীর্ণ হয়েছেন ১০০ শতাংশ পরীক্ষার্থী। প্রথম হয়েছেন ৭৯ জন। সকলের প্রাপ্ত নম্বর ৬৯৭। জানালেন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়।
এবিপি আনন্দর ওয়েবসাইট wb10.abplive.com মারফত জানা যাচ্ছে ফল। এবার মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লক্ষ ৭৯ হাজার ৭৪৯। তাঁরা সবাই পাস করেছেন। প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন ৯০ শতাংশ পরীক্ষার্থী। এ বছর ছাত্রীর সংখ্যা ছিল দেড় লক্ষের বেশি। পর্ষদের তরফে জানানো হয়েছে, ফলে সন্তুষ্ট না হলে পরীক্ষায় বসার সুযোগ রয়েছে। সব মাধ্যমিক পরীক্ষার্থীকে তাদের সাফল্যের জন্য আন্তরিক অভিনন্দন এবং ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব অভিভাবক, শিক্ষক এবং শিক্ষাকর্মীদেরও শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
Education Loan Information:
Calculate Education Loan EMI