WB SET Results: পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষা সেটের ফলাফল প্রকাশ পেয়েছে। ২৬তম সেটের ফল প্রকাশ করেছে কলেজ সার্ভিস কমিশন (College Service Commission) । রাজ্যের কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে সহকারী অধ্যাপক হিসেবে নিয়োগের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা এই সেট। গত বছর ১৫ ডিসেম্বর রাজ্যে (WB SET Results) আয়োজিত হয়েছিল এই সেট পরীক্ষা। ফল প্রকাশ হল সাত সপ্তাহ পরে। কলেজ সার্ভিস কমিশনের ওয়েবসাইটে ফল প্রকাশের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং দুটি নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে এই ফলাফল দেখতে পাবেন পরীক্ষার্থীরা।


বিগত ১৫ ডিসেম্বর আয়োজিত হয়েছিল কলেজ সার্ভিস কমিশনের ২৬তম সেট পরীক্ষা। এই পরীক্ষায় আবেদনের জন্য সময়সীমা ধার্য করা হয়েছিল প্রথমে ৩১ অগাস্ট পর্যন্ত, পরে তা বাড়ানো হয় ১০ সেপ্টেম্বর পর্যন্ত। সংশোধের জন্য সময়সীমা দেওয়া হয়েছিল ১৬ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। ১ অগাস্ট থেকে শুরু হয়েছিল এই পরীক্ষা। এই বছর রাজ্য কলেজ সার্ভিস কমিশনের এই পরীক্ষায় মোট প্রার্থী ছিলেন ৫৮,৮৬৭ জন। প্রায় ৮০ হাজার প্রার্থী আবেদন করেছিলেন, কিন্তু সকলে উপস্থিত ছিলেন না পরীক্ষায়। কলেজ সার্ভিস কমিশন জানিয়েছে যে আগামী মার্চ মাস থেকেই সেটে উত্তীর্ণ প্রার্থীরা তাদের সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন।


কীভাবে ডাউনলোড করবেন রেজাল্ট


প্রথমে উত্তীর্ণ প্রার্থীদের যেতে হবে কলেজ সার্ভিস কমিশনের ওয়েবসাইটে। এর জন্য দুটি ওয়েবসাইট রয়েছে, যে কোনো একটি থেকেই ফলাফল ডাউনলোড করা যাবে।


এই ওয়েবসাইটের হোমপেজে দেখা যাবে রেজাল্টের বিজ্ঞপ্তি।


এখানে যে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করলেই একটা অন্য ট্যাব খুলে যাবে যেখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে লগ ইন করতে হবে।


এরপরে প্রার্থীরা নিজেদের রেজাল্ট বা গ্রেডকার্ড দেখতে পাবেন আলাদা ট্যাবে।


এই রেজাল্ট ডাউনলোড করে এর একটা হার্ডকপি প্রিন্ট আউট করে রাখতে হবে।


গত বছরের বিজ্ঞপ্তি অনুযায়ী গড়ে ৫০ শতাংশ কাট অফ নম্বর থাকতে হবে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে। আগের বছর অসংরক্ষিত প্রার্থীদের জন্য বাংলায় কাট অফ ছিল ৫৮ শতাংশ, ইংরেজিতে ছিল ৫৭ শতাংশ। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার সুযোগ পাওয়া যায়। প্রতি বছর একবার করেই আয়োজিত হয় এই নেট পরীক্ষা। মোট ২টি পেপারে হয় পরীক্ষা, ৩৩টি বিষয় থাকে। অফলাইন পেন পেপার মোডে এই পরীক্ষার আয়োজিত হয় সেট।


আরও পড়ুন; PAN Card: নতুন প্যান কার্ডের জন্য আবেদন করছেন ? এই ৫ ভুল থেকে সাবধান


Education Loan Information:

Calculate Education Loan EMI