WBCADC Recruitment 2023: রাজ্যে সরকারি চাকরির দারুণ সুযোগ তৈরি হয়েছে।ওয়েস্ট বেঙ্গল কমপ্রিহেনসিভ এরিয়া ডেভেলপমেন্ট কর্পোরেশন (WBCADC) সম্প্রতি এই নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সেই অনুযায়ী রাজ্যে বিভিন্ন পদে নিয়োগ হতে চলেছে। ইতিমধ্যেই রাজ্যে এই বিষয়ে আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে। এই পদগুলির জন্য আবেদনের শেষ তারিখ ০৭ মার্চ ২০২৩ রাখা হয়েছে।
এই চাকরি প্রক্রিয়ার মাধ্যমে ড্রাইভার, সাপোর্ট স্টাফ ছাড়াও অনেক পদে নিয়োগ হবে। প্রার্থীরা এখানে উল্লিখিত পদক্ষেপের মাধ্যমে এই নিয়োগের জন্য আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন।
WBCADC 2023: এখানে শূন্যপদের বিশদ বিবরণ রয়েছে
প্রোগ্রাম কো-অর্ডিনেটর- ০১টি পদ
সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট- ০৪টি পদ
প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট - ২টি পদ
খামার ব্যবস্থাপক - ১ টি পদ
স্টেনোগ্রাফার- ১টি পদ
সহকারী - ২ টি পদ
চালক- ০১টি পদ
সাপোর্ট স্টাফ - ০২টি পদ
WBCADC 2023: শিক্ষাগত যোগ্যতা
প্রোগ্রাম কোঅর্ডিনেটর: এই পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে প্রাসঙ্গিক ক্ষেত্রে ডক্টরেট ডিগ্রি থাকতে হবে।
সাবজেক্ট ম্যাটার স্পেশ্যালিস্ট: প্রার্থীর কৃষি বা অন্যান্য সংশ্লিষ্ট শাখায় স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
প্রোগ্রাম অ্যাসিস্ট্যাস্ট: প্রার্থীকে সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক হতে হবে।
ফার্ম ম্যানেজার:এই পদে আবদনের জন্য প্রার্থীকে অবশ্যই স্নাতক হতে হবে।
স্টেনোগ্রাফার: প্রার্থীকে অবশ্যই স্নাতক ডিগ্রি, কম্পিউটারের কাজের জ্ঞান ও স্টেনোগ্রাফিতে সার্টিফিকেট থাকতে হবে।
অ্যাসিস্ট্যান্ট: কম্পিউটার ও কম্পিউটার জ্ঞানে অনার্সসহ স্নাতক।
সাপোর্ট স্টাফ: কম্পিউটার জ্ঞান সহ আইটিআই পাস।
WBCADC 2023: এই ধরনের বিজ্ঞপ্তি ডাউনলোড করুন
1: প্রার্থীরা প্রথমে ওয়েস্ট বেঙ্গল কমপ্রিহেনসিভ এরিয়া ডেভেলপমেন্ট কর্পোরেশন (WBCADC) wbcadc.com-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান।
2: এর পরে প্রার্থীরা হোম পেজে সংবাদ বিভাগে যান।
3: এখন হোম পেজে প্রাসঙ্গিক লিঙ্কে ক্লিক করুন।
4: তারপর প্রার্থীর সামনে একটি পিডিএফ ফাইল খুলবে।
Jobs In BSF: বর্ডার সিকিউরিটি ফোর্সে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রার্থীরা বিএসএফ-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই নিয়োগের জন্য আবেদন করতে পারেন। এই পদগুলির জন্য আবেদন করার শেষ তারিখ বিএসএফের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞাপনের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে রাখা হয়েছে। প্রার্থীরা এখানে উল্লিখিত পদক্ষেপের মাধ্যমে নিয়োগের জন্য আবেদন করতে পারেন।
BSF Recruitment 2023: বর্ডার সিকিউরিটি ফোর্সে ১৪১০টি পদ পূরণের জন্য এই নিয়োগ অভিযান চালানো হবে। এই নিয়োগের মাধ্যমে পুরুষ প্রার্থীদের ১৩৪৩টি ও মহিলা প্রার্থীদের ৬৭টি পদ পূরণ করা হবে।
Jobs In BSF: কারা আবেদন করতে পারবেন ?
এই নিয়োগের জন্য আবেদনকারী প্রার্থীকে যেকোনও স্বীকৃত বোর্ড থেকে ম্যাট্রিকুলেশন বা সমমানের হতে হবে। আবেদনকারী প্রার্থীর বয়স ৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। আরও বিস্তারিত জানার জন্য প্রার্থীরা অফিসিয়াল সাইটের সাহায্য নিতে পারেন।
BSF Recruitment 2023: বর্ডার সিকিউরিটি ফোর্সে ১৪১০টি পদে হবে নিয়োগ, এভাবে আবেদন করতে পারবেন
Education Loan Information:
Calculate Education Loan EMI