HS Exam Syllabus Change: এ বছর রাজ্যে বদলে গেল উচ্চমাধ্যমিকের সিলেবাস। চালু হল সেমেস্টার সিস্টেমে পরীক্ষা। ২০২৬ সালের ব্যাচের ছাত্র-ছাত্রীরাই প্রথম এই সিস্টেমে উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসবেন। এবার থেকে বছরে দুবার হবে এই উচ্চমাধ্যমিক পরীক্ষা। আর এই সেমেস্টার সিস্টেমের জন্য দীর্ঘ ১১ বছর পর বদলে গিয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষার ৪৯টি বিষয়ের সিলেবাস। পরীক্ষা পদ্ধতিতেও বদল এসেছে। একাদশের প্রথম সেমেস্টারের পরীক্ষা হবে ওএমআর শিটে। এছাড়াও আরও অনেক বদল এসেছে।
প্রতি সেমেস্টারে নির্দিষ্ট কনট্যাক্ট আওয়ার
জাতীয় শিক্ষানীতির ভিত্তিতে মূলত রাজ্য শিক্ষানীতির সুপারিশক্রমেই উচ্চমাধ্যমিকের সিলেবাসে আমূল বদল আনা হয়েছে। প্রতিটি সেমেস্টারের জন্য আলাদা আলাদাভাবে কনট্যাক্ট আওয়ার বা পাঠক্রমের সময় নির্ধারিত হয়েছে। প্রতি বছর ২০০ কন্ট্যাক্ট আওয়ার ধার্য হয়েছে যার মধ্যে ১০০ কন্ট্যাক্ট আওয়ার প্রথম সেমেস্টারের জন্য, ৮০ কন্ট্যাক্ট আওয়ার দ্বিতীয় সেমেস্টারের জন্য এবং বাকি ২০ সেমেস্টার রাখা হয়েছে হোম অ্যাসাইনমেন্ট এবং রেমেডিয়াল ক্লাসের জন্য। এর মধ্যেই জুড়ে থাকবে প্রজেক্ট বা ইন্টার্নশিপ। চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, 'প্রতিটি স্কুলকেই সামার প্রজেক্টের জন্য বলা হবে এবং তাতেও একটি নির্দিষ্ট কনট্যাক্ট আওয়ার থাকবে।'
পরীক্ষা পদ্ধতি কেমন হবে
উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রথম সেমেস্টারের ক্ষেত্রে সম্পূর্ণ MCQ ভিত্তিক পরীক্ষা হবে, পরীক্ষা দিতে হবে ওএমআর শিটে। দ্বিতীয় সেমেস্টার থেকে থাকবে সংক্ষিপ্ত ও বর্ণনাত্মক প্রশ্ন। প্র্যাক্টিক্যাল আছে যে বিষয়গুলির, সেগুলিতে থিওরির জন্য ৭০ এবং প্র্যাক্টিক্যালের জন্য ৩০ নম্বর ধার্য যার মধ্যে থিওরির ৭০ নম্বর দুটি সেমেস্টারে ভেঙে যাচ্ছে ৩৫ নম্বর করে। আর প্রজেক্ট ভিত্তিক বিষয়ের ক্ষেত্রে প্রতি সেমেস্টারে ৪০ নম্বর করে থিওরির জন্য আর প্রজেক্টের জন্য ২০ নম্বর। থিওরির মূল্যায়ন প্রতি সেমেস্টারে হলেও প্রজেক্ট বা প্র্যাক্টিক্যালের মূল্যায়ন হবে বার্ষিক ভিত্তিতে।
পাশ মার্কে বদল নেই, সুবিধে আছে পরীক্ষার্থীদের
এখনকার পরীক্ষা পদ্ধতির মতই পরীক্ষার্থীদের পাশ মার্ক থাকছে ৩০ শতাংশ। অর্থাৎ ৮০ নম্বরের পরীক্ষায় ২১ পেলেই পরীক্ষার্থী পাশ করবেন। সুবিধে হল যে, পাশ নম্বর গণনা হবে দুটি সেমেস্টার মিলিয়ে। একটি সেমেস্টারে কম নম্বর পেলেও পরের সেমেস্টারে পরীক্ষার্থী বসতে পারবেন এবং সেখানে বেশি নম্বর পেলে তা দিয়ে মোট নম্বরের মূল্যায়ন হবে।
আরও পড়ুন: Higher Secondary Exam: উচ্চ মাধ্যমিকের প্রথম সেমেস্টার ওএমআর শিটে, বাকি পরীক্ষা কীভাবে?
Education Loan Information:
Calculate Education Loan EMI