প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের তৃতীয় সিমেস্টারের রেজাল্ট (HS Semester 3 Result) । দুপুর ২টো থেকে দেখা যাবে শুধু অনলাইনে। wb12.abplive.com সাইটে রোল এবং রেজিস্ট্রেশন নম্বর দিলেই জানা যাবে ফল। পাশ করেছে ৯৩.৭২ শতাংশ। গতবারের থেকে এবার পাশের হার বেড়েছে। ছেলেদের ও মেয়েদের পাশের হারে বড় ফারাক নেই। দক্ষিণ ২৪ পরগনাই পাশের হারে এগিয়ে। পাশের হারে ১২ তম জায়গায় কলকাতা। বিজ্ঞান বিভাগে পাশের হার সবথেকে বেশি। 41.16 শতাংশ ফার্স্ট ডিভিশন পেয়েছে। ১০.৪ শতাংশ পরীক্ষার্থী স্টার মার্কস পেয়েছে।
প্রথম হয়েছে ২ জন, পেয়েছে ৯৮.৯৭ শতাংশ, প্রীতম বল্লভ ও আদিত্য নারায়ণ জানা যুগ্ম প্রথম। ২ জনেই পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ স্কুলের ছাত্র। প্রীতম বল্লভ ও আদিত্য নারায়ণ জানা যুগ্ম প্রথম স্থান অধিকার করেছে। দ্বিতীয় হয়েছে ১০ জন, সবাই পেয়েছে ৯৮.৯৫ শতাংশ, ৯৮.৯২ শতাংশ পেয়ে তৃতীয় হয়েছে সোহম ভৌমিক। সোহম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র।
তৃতীয় হয়েছে সোহম ভৌমিক। সোহম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র
মেয়েদের মধ্যে প্রথম হয়েছে দীপান্বিতা পাল, দৌলতপুর হাইস্কুলের পড়ুয়া পেয়েছে ৯৮.৪ শতাংশ।
মেধাতালিকায় একজনই বাণিজ্য বিভাগের ছাত্র । তৃতীয় সিমেস্টারে অষ্টম হয়েছে গোলাম ফয়জল।
সাধারণত মাধ্যমিক হয় ফেব্রুয়ারিতে, উচ্চমাধ্যমিক মার্চে। বছরে ২টো সিমেস্টার চালু হওয়ায় এবার সেপ্টেম্বরেই অকাল উচ্চমাধ্যমিকে বসতে হয়েছে পরীক্ষার্থীদের। দেশের মধ্যে প্রথম সিমেস্টার পদ্ধতিতে বছরে ২ বার উচ্চমাধ্য়মিক শুরু হয়েছে রাজ্য়ে। অবশেষে প্রকাশিত হল সিমেস্টারের ফলাফল।
প্রতিবারের মতো এবারও পরীক্ষার্থীদের পাশে, এবিপি আনন্দ। wb12.abplive.com সাইটে দেখা যাবে ফল। তার জন্য দিতে হবে রোল এবং রেজিস্ট্রেশন নম্বর। সংসদ সূত্রে খবর, প্রথম পর্যায়ের উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের পাশাপাশি, শুক্রবার প্রকাশিত হবে মেধা তালিকাও। দুই পর্বের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তৈরি হবে চূড়ান্ত ফলাফল।
সিমেস্টার পদ্ধতিতে পরীক্ষা, তার মধ্য়ে বই পেতে দেরি, পরীক্ষায় অল্প সময় নিয়ে প্রশ্ন, নানা অভিযোগ ও বিতর্ককে সঙ্গী করেই উচ্চ-মাধ্যমিকের প্রথম সিমেস্টারের পরীক্ষা হয় ৮ থেকে ২২ সেপ্টেম্বর। মোট পরীক্ষার্থী ছিল ৬ লক্ষ ৬০ হাজার ৩৪৩ জন।৩৯ দিনের মাথায় শুক্রবার প্রকাশিত হল ফল।
Education Loan Information:
Calculate Education Loan EMI