কলকাতা: পরীক্ষার অ্যাডমিট কার্ডে পরীক্ষাকেন্দ্রের নাম লেখা থাকার কথা। তেমনটাই হয়ে থাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলিতে। মাধ্যমিক হোক বা চাকরির পরীক্ষা - আদর্শ নিয়ম হিসেবে এটাই মেনে চলা হয়। তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কিছু বছর যাবৎ সেই ব্যবস্থা তুলে দেওয়া হয়েছিল। ২০২৪ সালের পরীক্ষা প্রযুক্তির দিক থেকে যথেষ্ট আঁটোসাঁটো করা হয়। তার পরও  অ্যাডমিট কার্ডে থেকে গিয়েছে সেই ছোট্ট গলদ। আর তার ফলেই বিভ্রান্তি তৈরি হল মালদায়। মালদার একটি স্কুলের পড়ুয়ারা ঠিক পরীক্ষা কেন্দ্রের বদলে ভুল কেন্দ্রে চলে যান। যদিও পরে সংসদের কর্মীরাই গোটা পরিস্থিতি সামাল দেন। এই ঘটনা থেকে ব্যবস্থাপনার মধ্যে খামতি রয়েছে বলে বুঝতে পেরেছেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। সে কথা স্বীকার করে ভুল শুধরে নেওয়ার আশ্বাস দেন তিনি।


মালদায় পরীক্ষার্থীদের বিভ্রান্তি


উচ্চ মাধ্য়মিক পরীক্ষার অ্যাডমিট কার্ডে কিছু বছর যাবৎ পরীক্ষাকেন্দ্র লেখার রীতি তুলে দেওয়া হয়েছে। তার বদলে পরীক্ষার্থীদের কেন্দ্রের নাম জেনে নিতে হয় স্কুলের প্রধান শিক্ষকের থেকে। নির্দিষ্ট দিনে সেখানে গিয়ে পরীক্ষা দিতে হয়। মালদাতেও একটি স্কুলের পরীক্ষার্থীরা কেন্দ্রের নাম জেনে আসেন স্কুলের প্রধান শিক্ষকের থেকে। কিন্তু প্রথম দিন পরীক্ষা দিতে গিয়ে দেখা যায়, আদৌ সেখানে সিট পড়েনি তাদের। বেশ কয়েকজন পরীক্ষার্থী এর জেরে বিভ্রান্তিতে পড়েন। প্রধান শিক্ষকের ভুলেই পরীক্ষার্থীরা ভুল কেন্দ্রে চলে যান।


সংসদের দ্রুত ব্যবস্থা


ওই পরীক্ষাকেন্দ্রেই উপস্থিত ছিলেন সংসদের তরফে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা। তারা ঘটনাটি জানতে পেরে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেন। তাদের তত্ত্বাবধানেই পরীক্ষার্থীরা সঠিক কেন্দ্রে পৌঁছে যান। এই দিন পরীক্ষা শেষে এই ঘটনার কথা উল্লেখ করেন সংসদ সভাপতি। পরের বছর অর্থাৎ ২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা থেকে এমন বিভ্রান্তি হবে না বলেও জানিয়েছেন। ২০২৫ সাল থেকে অ্যাডমিট কার্ডে কেন্দ্রের নাম উল্লেখ করা থাকবে বলে আশ্বাস দেন তিনি।


কী বললেন সংসদ সভাপতি


মালদার ঘটনায় পরীক্ষার্থীরা সময়ের অনেক আগেই ভুল কেন্দ্রে পৌঁছেছিল। ফলে সেখানে থাকা সংসদের কর্মীরা তাদের সময়মতো ঠিক কেন্দ্রে পৌঁছে দিতে পেরেছে। এই ঘটনা পরেরবার হবে না বলে জানিয়েছেন তিনি। সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যের কথায়, পরের বার থেকে অ্যাডমিট কার্ডে কেন্দ্রের নাম লেখা থাকবে। তিনি জানান, কিছু বছর আগে পর্যন্তও এই নিয়ম ছিল। পরে তা তুলে দিয়ে স্কুলে স্কুলে কেন্দ্রের নাম পাঠিয়ে দেওয়া হত। প্রধান শিক্ষক সেটি পড়ুয়াদের জানিয়ে দিতেন। পরের বছর থেকে আগের নিয়ম ফেরানো হবে বলে জানান তিনি।


আরও পড়ুন - Higher Secondary Examination 2024: আগামীকাল শুরু উচ্চমাধ্যমিক, পরীক্ষাকেন্দ্র থেকে হলে নিষিদ্ধ কী কী?


Education Loan Information:

Calculate Education Loan EMI