মাধ্যমিকের ফলাফল বেরনোর পরই দেখা গিয়েছিল মেধাতালিকায় ঝকমক করছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ৬ টি উজ্জ্বল মুখ। উচ্চমাধ্যমিকেও বজায় রইল সাফল্যের ধারা। উচ্চ মাধ্যমিকেও ৬ টি ঝকঝকে মুখ তাক লাগিয়ে দিল । মেধাতালিকায় এবারও নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ৬ ছাত্র। দ্বিতীয় স্থানে, ষষ্ঠ স্থানে, নবম স্থানে দুজন, দশম স্থানে দুজন।  আরও বেশি উল্লেখযোগ্য বিষয় হল, এঁদের মধ্যে ৪ জনের সাবজেক্ট - কম্বিনেশন ফিজিক্স-কেমিস্ট্রি-ম্যাথেম্যাটিক্স নয় ! বরং তাঁরা একাদশ শ্রেণি থেকে জীবনের লক্ষ্যটা অন্যরকম স্থির করে নিয়েছেন।



  • উচ্চ মাধ্যমিকে ২ য় হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র সৌম্যদীপ সাহা। ইকোনমিক্স, স্ট্যাটিসটিক্স, ম্যাথেম্যাটিক্স ও কম্পিউটার সায়েন্স নিয়ে পড়া সৌম্যদীপ সাহা পেয়েছেন, ৪৯৫, অর্থাৎ ৯৯ শতাংশ। 

  • উচ্চ মাধ্যমিকে ষষ্ঠ স্থানে রয়েছেন, নিলয় চট্টোপাধ্যায়। তিনি পেয়েছেন ৪৯১। তাঁরও বিষয় ছিল ইকোনমিক্স, স্ট্যাটিসটিক্স, ম্যাথেম্যাটিক্স ও কম্পিউটার সায়েন্স। ৯৮.২ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের এই পড়ুয়া। 

  • অদ্বিতীয় বন্দ্যোপাধ্যায়। পেয়েছেন ৪৮৮। তিনি রয়েছেন উচ্চ মাধ্যমিকে নবম স্থানে। পড়েছেন ইকোনমিক্স, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স ও ম্যাথেম্যাটিক্স নিয়ে। পেয়েছেন ৯৭.৬ শতাংশ। 

  • অর্ক সাহা। তিনিও আছেন নবম স্থানে। পেয়েছেন ৪৮৮। তাঁর সাবজেক্ট কম্বিনেশন ফিজিক্স, কেমিষ্ট্রি, ম্যাথেম্যাটিক্স ও বায়োসায়েন্স। 

  • দশম স্থানে রয়েছন সোহম মুখোপাধ্যায়। ৪৮৭ নম্বর পেয়েছেন তিনি। ৯৭.৪ শতাংশ নম্বর পেয়ে রয়েছেন মেধা তালিকায়। ফিজিক্স, কেমিষ্ট্রি, ম্যাথেম্যাটিক্স ও স্ট্যাটিসটিক্স নিয়ে পড়েছেন তিনি।

  • শুভজিত ঘোষেরও প্রাপ্ত নম্বর ৪৮৭। ৯৭.৪ শতাংশ নম্বর পেয়েছেন তিনি। তবে তাঁর সাবজেক্ট কম্বিনেশন ছিল - জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স ও ইকোনমিক্স। 



নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের তরফে বিজ্ঞপ্তি


 


মাধ্যমিকের ফল ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার। প্রতি বছরের মতো এবারও নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সাফল্য ছিল নজরকাড়া। প্রথম দশের মেধাতালিকায় ৫৭ জনের মধ্যে ছ'জন ছিলেন মিশনের ছাত্র। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের প্রধান শিক্ষক স্বামী ইষ্টেশানন্দজি জানিয়েছিলেন, সেখানে ছেলেরা মোবাইল ব্যবহার থেকে দূরে থাকে। সেটাই হয়ত সাফল্যের চাবিকাঠি। 


লোকসভা ভোটের মধ্যেই পরীক্ষার ৬৯ দিনের মাথায় প্রকাশিত হয়েছে এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পরিসংখ্যান অনুযায়ী, বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৭.১৯ শতাংশ, বাণিজ্যে পাসের হার ৯৬.০৮ শতাংশ, এবং কলা বিভাগে ৮৮.২ শতাংশ। 


মাধ্যমিকের মতো, এবারও উচ্চ মাধ্যমিকের ফল জানার ব্যবস্থা করে এবিপি আনন্দ। wb12.abplive.com সাইটে লগ ইন করে রোল নম্বর ও জন্ম তারিখ দিলেই জানা যাচ্ছে রেজাল্ট। 


 



বিস্তারিত পড়ুন:           


আজ উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ, রেজাল্ট দেখুন এবিপি আনন্দের ওয়েবসাইটে 


Education Loan Information:

Calculate Education Loan EMI