West Bengal Food & Supplies Department: রাজ্যের খাদ্য দফতরে সফ্টওয়্যার সাপোর্ট পার্সোনেল নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে চাকরিপ্রার্থীরা রাজ্য সরকারের অফিশিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন।
Software Support Personnel Jobs: মোট ২টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে খাদ্য দফতর। চুক্তির ভিত্তিতে হবে এই নিয়োগ।
SOFTWARE SUPPORT PERSONNEL – 02
Jobs In West Bengal:শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে PGDCA/ B.Sc (Computer Science)/ BCA/ DOEACC ‘A’ level (তিন বছরের কোর্স) উত্তীর্ণ হতে হবে। এ ছাড়াও চাকরিপ্রার্থীর সফ্টওয়্যার ইনস্টলেশন, সাপোর্ট, DBMS জানা থাকতে হবে।
West Bengal Food & Supplies Department: বয়স সীমা
এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। এই বিষয়ে বিশদে জানতে চাকরিপ্রার্থীদের খাদ্য দফতরের অফিশিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে।
Jobs In West Bengal:কীভাবে হবে প্রার্থী নির্বাচন ?
এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের অ্যাকাডেমিক নম্বর ছাড়াও দুটি পরীক্ষার ফল দেখা হবে। এই দুই পর্যায়ের পরীক্ষার মধ্যে কোডিং ও পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে। এই পরীক্ষার বিষয়ে উপযুক্ত প্রার্থীদের নির্দিষ্ট দিন স্থান ও সময় সম্পর্কে জানিয়ে দেওয়া হবে।West Bengal Food & Supplies Department-এর অফিশিয়াল ওয়েবসাইটে জানা যাবে এই সব ধরনের তথ্য। এই বিষয়ে বিশদে জানতে আবেদনকারীদের https://food.wb.gov.in এ যোগাযোগ করতে হবে।
Jobs In West Bengal: কীভাবে আবেদন করবেন ?
এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের রাজ্যের খাদ্য ও সরবরাহ দফতরের সরকারি ওয়েবসাইটে আগামী ১৫ মার্চের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। https://food.wb.gov.in সাইটে জমা দিতে হবে আবেদনপত্র।
Official website of West Bengal Food & Supplies Department — https://food.wb.gov.in
Howrah Medical Jobs: হাওড়ায় ডাক্তার-নার্স পদে হচ্ছে নিয়োগ, সরাসরি ইন্টারভিউ হবে এই তারিখ
Medical Jobs In Kolkata: কলকাতায় প্রচুর মেডিক্যাল অফিসার নিয়োগ, এরা করতে পারবেন আবেদন
Education Loan Information:
Calculate Education Loan EMI