কলকাতা: বিশ্বকাপে নজির বঙ্গসন্তান ঝুলন গোস্বামীর (Jhulan Goshwami)। ৩৯ উইকেট নিয়ে যুগ্মভাবে সর্বোচ্চ উইকেট নেওয়ার কৃতিত্ব এবার চাকদা এক্সপ্রেসের। নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে ৪১ রান দিয়ে ১ উইকেট নেওয়ার পর এই রেকর্ড গড়লেন তিনি। ছুঁলেন অস্ট্রেলিয় লিন ফুলস্টনের রেকর্ড।


ঝুলন প্রতিপক্ষ নিউজিল্যান্ডের কেটি মার্টিনকে আউট করে এই খেতাব নিজের ঝুলিতে পুরেছেন। এবার ৫-তম বিশ্বকাপ খেলছেন ঝুলন গোস্বামী। এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে তিনি ৩৯টি উইকেট নিয়েছেন। মেয়েদের বিশ্বকাপে এর আগে লিন ফুলস্টনেরই এই রেকর্ড ছিল। আর একটি উইকেট পেলেই মহিলা বিশ্বকাপের ইতিহাসে একক ভাবে সর্বোচ্চ উইকেট শিকারির অধিকারি হবেন বাংলার এই কিংবদন্তী ক্রিকেটার।                 


 






রেকর্ড তালিকায় প্রথম পাঁচের মধ্যে এক মাত্র ভারতীয় হিসেবে রয়েছেন ঝুলন গোস্বামী। এছাড়াও রয়েছেন ইংল্যান্ডের দু'জন এবং অস্ট্রেলিয়ার দু'জন ক্রিকেটার। তৃতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডেরই কারোলি হডজেস। তাঁর উইকেট সংখ্যা ৩৭। ৩৮ উইকেট নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন ইংল্যান্ডে ক্লাবরি টেলর। ৩৩ উইকেট নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার ক্যাথরিন ফিটজপ্যাট্রিক।                                    


এদিন, ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজ৷ ভারত বনাম নিউজিল্যান্ড (IND vs NZ) ম্যাচে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৯  উইকেটে  ২৬০ রান করল নিউজিল্যান্ড৷ কিন্তু শেষ রক্ষা হল না। ৬২ রানে ভারতকে হারিয়ে জয় লাভ করে নিউজিল্যান্ড।