উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ: অবশেষে প্রতীক্ষার অবসান। উচ্চ মাধ্যমিকের তৃতীয় সিমেস্টারের ফলপ্রকাশ কবে, সেই দিনক্ষণ ঘোষণা করল পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানান হয়েছে ৩১ অক্টোবর ২০২৫ দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিক ভাবে ফল ঘোষণা করবেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।
কোথায় কী ভাবে ফল দেখতে পাবে পরীক্ষার্থীরা, তা জানিয়ে দেওয়া হয়েছে। পরীক্ষার্থীরা ফলাফল অনলাইনেই জানতে পারবে। পরীক্ষার্থীরা তাদের রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে লগ ইন করে রেজাল্ট দেখতে পারবে। সংশ্লিষ্ট স্কুলের প্রধানশিক্ষক তা ডাউনলোড করে স্ট্যাম্প-সহ স্বাক্ষর করে পরীক্ষার্থীদের হাতে তুলে দেবেন। দুপুর ২টো থেকে তা ডাউনলোড ও প্রিন্ট করানো যাবে।
প্রতিবারের মতো wb12.abplive.com- এ ফল পাওয়া যাবে সরাসরি
এছাড়াও wb12.abplive.com-এ আপনার রোল নম্বর (Roll Number) এবং রেজিস্ট্রেশন নম্বর (Registration Number) দিয়ে সাবমিট করলে দেখা যাবে রেজাল্ট।
কীভাবে ফল দেখবেন ওয়েবসাইটে?
১। wb12.abplive.com থেকেই এই ফল দেখা যাবে। ২। WBCHSE Uchcha Madhyamik Result Live I bengali.abplive.com-এ ক্লিক করে দেখে নিন উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল৩। এরপর নির্দিষ্ট জায়গায় আপনার রোল নম্বর (Roll Number) এবং রেজিস্ট্রেশন নম্বর (Registration Number) নির্ভুলভাবে টাইপ করুন। ৪। সবশেষে “Submit” বাটনে ক্লিক করলেই আপনার সম্পূর্ণ ফলাফল স্ক্রিনে দেখা যাবে।
প্রসঙ্গত, গত ৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল উচ্চ-মাধ্যমিকের দ্বাদশ শ্রেণির প্রথম সিমেস্টারের পরীক্ষা, যা চলেছিল ২২ সেপ্টেম্বর পর্যন্ত। এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন মোট ৬ লক্ষ ৬০ হাজার ৩৪৩ জন পরীক্ষার্থী, যার মধ্যে ৯৮.৪২ শতাংশই পরীক্ষায় বসেছেন। পর্ষদের দাবি, মাত্র ১.৫৮ শতাংশ পরীক্ষার্থী পরীক্ষা দেয়নি, যা ২০১৪ সালের পর সর্বনিম্ন। পর্ষদের মতে, সিমেস্টার পদ্ধতির জন্যই পরীক্ষার উপস্থিতির হার এত বেশি হয়েছে। এই বছর পরীক্ষা হয়েছে OMR শিটে, যেখানে ৬ লক্ষ ৬০ হাজার ৪৪৩ জন পরীক্ষার্থী অংশ নেন।
গত বছর থেকেই সিমেস্টার পদ্ধতি চালু হয়েছিল একাদশে। জাতীয় শিক্ষানীতির অংশ হিসেবে এই নিয়ম চালু করেছে রাজ্যের উচ্চ শিক্ষা দফতর।
চতুর্থ সিমেস্টারের পরীক্ষা শুরু হবে ১২ ফেব্রুয়ারি থেকে। শেষ হবে ২৭ ফেব্রুয়ারি। তারপর যখন ফলপ্রকাশিত হবে, তখনই চূড়ান্ত মার্কশিটও দেওয়া হবে।
Education Loan Information:
Calculate Education Loan EMI